Logo
Logo
×

উত্তরের জনপদ

সিরাজদিখানে কয়েলের আগুনে পুড়ল কৃষকের ৫ গরু

Icon

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মশার কয়েলে গোয়ালঘরে আগুন লেগে আগুনে পুড়ে এক কৃষকের ৫টি গরু আগুনে পুড়ে দগ্ধ হয়েছে। আগুন থেকে গরু রক্ষা করতে গিয়ে মালিক আব্বাস হাওলাদার পুড়ে দগ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শুক্রবার গভীর রাতে সিরাজদিখান ইছাপুরা ইউনিয়নের পশ্চিম রাজদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক আব্বাস হাওলাদারের ভাতিজা আব্দুর রহমান সিরাজী জানান, মশার উপদ্রব থেকে গরুগুলোকে রক্ষা করতে তিনি নিয়মিত মশার কয়েল ও গোবরের লাঠি ব্যবহার করে থাকেন। শুক্রবার রাত ১২টার দিকে তার ঘুম ভাঙলে তিনি গোয়ালঘরের চারপাশে আগুন দেখতে পান। তখন আব্বাস চাচা আগুনের মধ্যে গরুর রশি কাটতে গেলে আগুনে পুড়ে মারাত্মক দগ্ধ হন। দ্রুত ঘর থেকে বের হয়ে চিৎকার করতে থাকলে প্রতিবেশীরা এসে আগুন নেভান। ততক্ষণে তার সব শেষ। তাদের দাবি, ৫টি গরু পুড়ে দগ্ধ হয়ে প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন মিয়া। কৃষক ও খামারিদের মশার কামড় থেকে গবাদিপশু রক্ষা করার ক্ষেত্রে অধিক সচেতন হওয়ার অনুরোধ জানান তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম