Logo
Logo
×

উত্তরের জনপদ

ভাওয়াল রিসোর্টের দখল থেকে জমি উদ্ধারে মানববন্ধন

Icon

জয়দেবপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভাওয়াল রিসোর্টের দখল করা জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী কয়েকটি পরিবার। শনিবার বেলা ১১টায় সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নলজানি এলাকার ‘ভাওয়াল রিসোর্ট ও স্পা’-এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগীদের একজন শফিউল্লাহ বলেন, রিসোর্টের ভেতরে ২ একর এবং তার নানা মুক্তিযোদ্ধা ডা. সিরাজুল ইসলাম ও ভাইবোনদের ১ একর জমি ছিল। ওই জমিতে ধান চাষ হতো। ২০১৩ সালে রাতে কাঁচা ধান কেটে সকালে বালু ফেলে সব জমি ভরাট করে ফেলে সাবেক র‌্যাবের প্রধান বেনজীর আহমেদের লোকজন। অসংখ্য পুলিশ দাঁড়িয়ে থেকে বালু ফেলার কাজ তদারকি করে। জমির শোকে মুক্তিযোদ্ধা সিরাজুল হকের ভাই মুক্তিযোদ্ধা রেজাউল হক মারা যান। এছাড়াও নলজানি গ্রামের আমির উদ্দিনের ১৬ বিঘা ও আবদুল মজিদ এবং তার ভাইদের ৬ বিঘা জমিও একই কায়দায় দখল করে বেনজীরের লোকজন।

এলাকার বাসিন্দা আ. জলিল বলেন, প্রতিবাদ করায় আমির উদ্দিন ও তার পরিবারের সদস্যদের নামে একাধিক চাঁদাবাজি ও অস্ত্র মামলা দিয়ে জেলে পাঠায়। জমির শোকে আমির উদ্দিন, তার স্ত্রী ও এক ছেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। আবদুল মজিদের ছেলে রুহুল আমিন বলেন, জোর করে জমি দখলে নিয়ে ক্ষান্ত থাকেনি বেনজীরের দালালরা। তার বাবা-চাচাদের নামে চাঁদাবাজি ও নারী নির্যাতন মামলা দিয়ে জেল খাটায়। বেনজীরের কাছে ৬ বিঘা জমি মাত্র ৩ লাখ টাকায় বিক্রি করে দিতে বাধ্য হন তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম