
প্রিন্ট: ২৯ এপ্রিল ২০২৫, ০৬:৫০ এএম
লৌহজংয়ে জাতীয় পার্টির মতবিনিময় ও ঈদ পুনর্মিলনী

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
লৌহজং উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে উপজেলার মাওয়া জাতীয় পার্টির কার্যালয়ে শনিবার বিকালে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও লৌহজং উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ নোমান মিয়ার সভাপতিত্ব ও সম্পাদক মহসীন হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ডা. আবুল কালাম আজাদ, ডা. হুমায়ুন, যুগ্ম সম্পাদক শাহজামাল কালু, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান বাদল, গোলাম রাব্বানী, ফারুক খান, মাসুদ খান, আলাউদ্দিন আল আজাদ, নাজিউর রহমান লিপু, যুব সংহতির নেতা ইব্রাহিম ঢালী, শেখ কামাল, ইব্রাহিম ঢালী, নাহিদ, রায়হান রাজা, হাজী মজিবুর রহমান হাওলাদার, আসলাম শেখ, টিটু, মনির হোসেন, দীন ইসলাম, মহিউদ্দিন মোহন, ফারুক ব্যাপারী, ইউসুফ ঢালী, ফয়সাল দেওয়ান সিজু, রিয়াজ মাহামুদসহ উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে লৌহজংয়ে চেয়ারম্যান প্রার্থী বিএম শোয়েবকে সমর্থন জানান।