চ্যালেঞ্জ নিয়েছে যুগান্তর
জাফর আলম
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
পাঠকপ্রিয়তার শীর্ষে থেকে একটি পত্রিকার দুই যুগে পদার্পণ নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ খুব সাহসিকতার সঙ্গে গ্রহণ করেছে দৈনিক যুগান্তর। দুই যুগে পদার্পণে পত্রিকাটির প্রকাশক, সম্পাদক, সাংবাদিক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই।
দেশের আর্থসামাজিক উন্নয়ন ও ব্যবসাবাণিজ্য প্রসারে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সম্প্রতি বৈশ্বিক পরিপ্রেক্ষিতে সাময়িক যে সংকট সৃষ্টি হয়েছিল, তা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার কারণে। দৈনিক যুগান্তর মানুষের বিভ্রান্তি নিরসনে অনন্য ভূমিকা রেখেছে।
দুই যুগের এ পথচলায় সোশ্যাল ইসলামী ব্যাংক ও দৈনিক যুগান্তর একে অন্যের পাশে থেকে পারস্পরিক সহযোগিতা করে আসছে। আশা করি, ভবিষ্যতে এসআইবিএল ও যুগান্তরের বন্ধুত্বপূর্ণ এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
জাফর আলম
এমডি ও সিইও, সোশ্যাল ইসলামী ব্যাংক