অবাধ ও নিরপেক্ষ তথ্য প্রকাশে বদ্ধপরিকর
মো. আব্দুছ ছালাম আজাদ
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
দেশের অন্যতম বহুল প্রচারিত দৈনিক যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষ্যে সম্পাদক, প্রকাশকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
প্রতিষ্ঠালগ্ন থেকে আমি যুগান্তরের নিয়মিত পাঠক। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের এক অনন্য নৈপুণ্যে দীর্ঘদিন পাঠকদের ধরে রাখতে পেরেছে পত্রিকাটি। সংবাদিকতার নীতিতে অবিচল থেকে যুগান্তর অবাধ ও নিরপেক্ষ তথ্য প্রকাশে বদ্ধপরিকর। এ যেন গুণগত মানের মুক্ত সাংবাদিকতা চর্চার কেন্দ্রস্থল।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়তে মুজিব আদর্শের জাতি গঠনে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রকাশের মধ্য দিয়ে যুগান্তর একটি বিশেষ মর্যাদা লাভ করেছে। জাতির পিতার লালিত স্বপ্ন অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে।
উন্নয়নের রোল মডেল হিসাবে আজ আমরা বিশ্বব্যাপী সমাদৃত। দেশের অর্থনৈতিক উন্নয়নসহ ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ-স্মার্ট বাংলাদেশ গড়তে অনবদ্য ভূমিকা রাখবে-এ প্রত্যাশা যুগান্তরের কাছে। পাঠকের ভালোবাসায় সিক্ত যুগান্তরের অগ্রযাত্রা অব্যাহত থাকুক।
মো. আব্দুছ ছালাম আজাদ : ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও, জনতা ব্যাংক লিমিটেড