Logo
Logo
×

প্রথম পাতা

কুয়েট এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আজ সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কুয়েট এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সব একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সকাল ১০টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার সিন্ডিকেটের ৯৯তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কুয়েটের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের জনসংযোগ কর্মকর্তা শাহেদুজ্জামান শেখ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের ২৬ ফেব্রুয়ারি (আজ) সকাল ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। আর বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

কুয়েট উপাচার্যের বাসভবনে তালা না দিয়ে ফিরলেন শিক্ষার্থীরা : কুয়েট উপাচার্যের বাসভবনে তালা দিতে গিয়ে তালা না ঝুলিয়েই ফেরেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে উপাচার্যের বাসভবনে তালা দিতে যান শিক্ষার্থীরা। তবে ভবনের ভেতরে থাকা শিক্ষকরা বেরিয়ে এসে তাদের সঙ্গে কথা বলার একপর্যায়ে তালা না দিয়েই ক্যাম্পাসে ফিরে আসেন শিক্ষার্থীরা। অন্যদিকে, শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা তদন্তে গঠিত কমিটিকে আরও সাতদিন সময় দেওয়া হয়েছে। কুয়েট সূত্র জানায়, উপাচার্যের বাসভবনে তালা দিতে মঙ্গলবার সকাল ১০টায় জড়ো হওয়া শিক্ষার্থীরা ঘোষণা দেন। শিক্ষার্থীরা বলেন, শনিবার সব শিক্ষার্থী মিলে উপাচার্যের বাসভবনের তালা মেরে দিয়েছিলাম। কিন্তু সোমবার রাত ১১টায় আমাদের কাছে খবর আসে উপাচার্যের বাসভবনের তালা ভাঙা হয়েছে। তার পরপরই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছিলাম মঙ্গলবার সকাল সাড়ে ১০টার ভেতরে যেন উপাচার্যের বাসভবন খালি করে দেওয়া হয়। তবে এমন পরিস্থিতিতে বাসভবনের মধ্যে থাকা কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে তালা না লাগিয়ে ফিরে যান। শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন থেকে চলে যাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি নিয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফারুক হোসেন সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন। আর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার সামনে প্রেস ব্রিফিংয়ে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন।

তদন্ত কমিটির সাতদিন সময় বৃদ্ধি : শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা তদন্তে গঠিত কমিটিকে আরও সাতদিন সময় দেওয়া হয়েছে। তদন্ত কমিটির সভাপতি এবং কুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এমএমএ হাসেমের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বৃদ্ধি করা হয়। এর আগে ১৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৯৮তম (জরুরি) সিন্ডিকেট সভায় এ কমিটি গঠন করে তাদের তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।


Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম