Logo
Logo
×

প্রথম পাতা

কুমিল্লায় দ্বিবার্ষিক সম্মেলনে তারেক রহমান

সরকারের কিছু বক্তব্যে অস্থিরতা তৈরি হচ্ছে

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সরকারের কিছু বক্তব্যে অস্থিরতা তৈরি হচ্ছে

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপির অন্যতম প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের কাছে ভোট চাওয়া ও নির্বাচন করা। আজ কিছু কিছু লোক কথায় কথায় বলে ওঠে-বিএনপি শুধু নির্বাচন চায়, নির্বাচন ছাড়া কিছু বোঝে না। আসলে বিএনপি তো জনগণের শাসনে বিশ্বাস করে, জনগণের রাজনৈতিক শক্তিতে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, ভোটের রাজনীতিতে বিশ্বাস করে। তাই এ দল নির্বাচন চাইবে, জনগণের কাছে ভোট চাইবে-এটিই স্বাভাবিক ব্যাপার। এ স্বাভাবিক ব্যাপারকে কিছুসংখ্যক লোক কেন অস্বাভাবিক করতে চাইছেন, সেটি আমাদের চিন্তা করে দেখতে হবে। এখানে অন্য কোনো লক্ষ্য ও উদ্দেশ্য আছে কি না, সেটি ভেবে দেখতে হবে। মঙ্গলবার কুমিল্লা নগরীর টাউন হল মাঠে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘আমরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি দেখতে পাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারে থাকা কিছু ব্যক্তির বক্তব্যে বিভিন্ন দিকে অস্থিরতা তৈরি হয়েছে। কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ আমরা দেখতে চাই না। আমরা চাই দেশ গঠন করতে এবং দেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠিত করতে। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন যদি করতে হয়, তাহলে অবশ্যই স্থিতিশীলতা বজায় রাখতে হবে। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। তবে যে আস্থা ও বিশ্বাস নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে মানুষ সমর্থন করেছে, তারা যেন সে আস্থা এবং তাদের নিরপেক্ষতা বজায় রাখে।’

তিনি বলেন, ‘আমাদের কিছু রাজনৈতিক বন্ধু আমাদের সঙ্গে মতপার্থক্য করছে। মতপার্থক্য হতেই পারে। মতপার্থক্য থাকলে আমরা বসব। আলোচনা করব। যা দেশের মানুষের স্বার্থে এবং মানুষের কল্যাণে হয় তাই করব। মতপার্থক্যকে আমরা কোনোভাবেই বিভেদে রূপান্তর করতে দিতে চাই না। নিজেরা বিভেদে জড়িয়ে পড়লে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশ এবং দেশের মানুষ।’ তিনি বলেন, ‘বহু ক্ষতির মধ্য দিয়ে বিগত ১৫টি বছর মানুষ অতিবাহিত করেছে। দেশের স্থিতিশীলতা বজায় রাখার জন্য জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সব প্রকার চেষ্টা আমরা অব্যাহত রাখব।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমরা খেয়াল করে দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কর্মকাণ্ড নিয়ে মানুষের মাঝে বিভিন্ন ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। আমরা এ সরকারকে সমর্থন করতে চাই। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেবে। যে ভোটের অধিকার লুণ্ঠন করে ফ্যাসিস্ট খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। জনগণ এখন তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত মানুষের আস্থা অর্জন করতে হবে।’

সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম প্রমুখ। সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা টাউন হল মাঠ আসতে শুরু করেন। একপর্যায়ে নেতাকর্মীদের সরব উপস্থিতিতে মহানগর সম্মেলন সমাবেশে পরিণত হয়। সম্মেলনে উৎবাতুল বারী আবুকে সভাপতি, ইউসুফ মোল্লা টিপুকে সাধারণ সম্পাদক এবং রাজিউর রহমান রাজিবকে সাংগঠনিক সম্পাদক করে মহানগর কমিটি ঘোষণা করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম