জাতীয় ও ইউপি নির্বাচন একদিনে করার ভাবনা: মুয়ীদ চৌধুরী
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ফাইল ছবি
বুথ দখল রুখতে জাতীয় নির্বাচনের সঙ্গে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন একইদিনে আয়োজনের কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন। বুধবার ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী।
তিনি বলেন, ‘আমাদের চিন্তা রয়েছে একইদিনে ইউপি আর জাতীয় নির্বাচন করার। তখন মেম্বার প্রার্থীরা ওয়ার্ডভিত্তিক পাহারা দেবেন। তাহলে কেন্দ্রীয়ভাবে আর কেউ বুথ দখল করতে পারবে না। এ বিষয়ে আমরা সুপারিশ করব।’ এর আগে মুয়ীদ চৌধুরী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিত্ব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, ইউনিয়ন পরিষদে এখন যে পদ্ধতিতে নির্বাচন হয় তাতে রাজনৈতিক প্রভাব বেশি থাকে। এটা যদি আমরা অনেক ওয়ার্ডে করে দিই, মেম্বাররা চেয়ারম্যানকে ঠিক করবে। এটা আমার ব্যক্তিগত চিন্তা এবং আমার কমিটির সবার সঙ্গে কথা বলেছি, তারাও এটার কথা বলেছে। এটা যদি আমরা করে দিই তাহলে ওখান থেকেই গণতন্ত্রের চর্চা শুরু হবে। কেউ আর দখল করে বসে থাকতে পারবে না।
সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের জন্য সপ্তাহে একদিন জেলা প্রশাসকদের সময় বেঁধে দেওয়া হবে বলে জানান মুয়ীদ চৌধুরী। তিনি বলেন, ‘সেদিন জেলা প্রশাসকরা অন্য কোনো কাজ করবে না, শুধু সাধারণ মানুষের কথা শুনবেন।
মুয়ীদ চৌধুরী বলেন, ফরিদপুরকে বিভাগ করার চিন্তা রয়েছে। ফরিদপুর বিভাগ হওয়ার কথা ছিল, কিন্তু তা করা হয়নি। কারণ আগের সরকারপ্রধানের ইচ্ছা ছিল গোপালগঞ্জকে বিভাগ করা। সেটা তো সম্ভব নয়। আমরা ঠিক করেছি ফরিদপুরকেই আলাদাভাবে বিভাগ করব।
মতবিনিময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান, ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।