Logo
Logo
×

প্রথম পাতা

যমুনা ফিউচার পার্ক খুলেছে চলছে কেনাকাটা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যমুনা ফিউচার পার্ক খুলেছে চলছে কেনাকাটা

সাময়িক বন্ধের পর শনিবার বিকাল থেকে আবার খুলে দেওয়া হয় যমুনা ফিউচার পার্ক। স্বাভাবিক অবস্থায় ফিরেছে শপিংমলের পরিবেশ। এরপর থেকে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। এতে বিক্রেতা ও দোকানিরাও খুশি। যমুনা ফিউচার পার্কের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, বৃহস্পতিবার রাতে শপিংমলে চুরির যে ঘটনা ঘটেছে তার সঠিক তদন্ত হবে। সম্মানিত ক্রেতাসাধারণের সাময়িক অসুবিধার জন্য সবার উদ্দেশে দুঃখ প্রকাশ করে বলা হয়, আপনারা আমাদের বিজনেস পার্টনার। আমরা সবাই মিলে শপিংমলের নিরাপত্তা নিশ্চিত করব। একজন কর্মকর্তা বলেন, যমুনা কর্তৃপক্ষ সব সময় ব্যবসায়ীদের পাশে আছে। এত বড় শপিংমলে চুরির ঘটনা অস্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, এর সঙ্গে বাইরের কেউ জড়িত থাকলে তাও তদন্তে বেরিয়ে আসবে। এর সঙ্গে বিশেষ উদ্দেশ্যে তৃতীয়পক্ষ জড়িত কি না সেটিও আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখবে। তিনি বলেন, কথায় কথায় রাস্তায় নামলে সবার জন্য অসুবিধা হয়।

কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে একজন ব্যবসায়ী বলেন, যমুনা কর্তৃপক্ষ যেহেতু আমাদের দাবি-দাওয়া মেনে নিয়েছেন, আমরা খুশি। এখন থেকে মার্কেট খোলা থাকবে। তিনি যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক মনিকা ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, উনি এত বড় মাপের মানুষ, কাছে না গেলে, কথা না বললে আমরা বুঝতে পারতাম না। ম্যাডামের প্রতি আমরা সবাই সন্তুষ্ট।

যমুনা ফিউচার পার্কের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, আমরা বিশ্বাস করি, সাময়িক যে সমস্যা হয়েছিল তা আলোচনার মাধ্যমে নেওয়া পদক্ষেপ দীর্ঘমেয়াদি লক্ষ্য পূরণে সহায়তা করবে। সব ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী হবে। আমরা এরই মধ্যে সমস্যাগুলো সমাধান করেছি এবং ভবিষ্যতে যে কোনো সমস্যা মোকাবিলায় আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ।

বৃহস্পতিবার রাতে শপিংমলের দোকানে চুরির অভিযোগে সড়ক অবরোধ করেন দোকান মালিক ও কর্মচারীদের একাংশ। তাদের বিক্ষোভের পর শপিংমলটি সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ। শনিবার বিকালে উভয়পক্ষের মধ্যে সন্তোষজনক আলোচনার পরই শপিংমল খুলে দেওয়া হয়।

এদিকে দোকানে চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, দেশের সর্ববৃহৎ এই শপিংমলের কার্যক্রম যেন সব সময় স্বাভাবিক গতিতে চলে, কেউ যেন কোনো ধরনের বাধা সৃষ্টি করতে না পারে, সেজন্য আমাদের নজরদারি থাকবে।

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্ক কেনাকাটা ও বিনোদনের জন্য রাজধানীসহ সারা দেশের মানুষের জনপ্রিয় গন্তব্য।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম