প্রাতিষ্ঠানিক রূপ পাবে সাত কলেজ: শিক্ষা উপদেষ্টা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ঢাকার সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার সিদ্ধান্ত ছিল অপরিণামদর্শী। কলেজগুলোকে একটি আলাদা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। যদিও প্রতিষ্ঠানগুলোয় শিক্ষার মান নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেক বৈষম্য আছে। আমি দায়িত্ব গ্রহণের পর কলেজগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে একটি কমিটি করেছিলাম। সে কমিটির প্রাথমিক রিপোর্ট প্রায় শেষ হয়ে এসেছে। বুধবার ঢাকা কলেজের ১৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ঢাকার ঐতিহ্যবাহী কলেজগুলোকে অধিভুক্ত করায় শিক্ষার্থীরা নানা ভোগান্তির শিকার হয়েছে। সেশন জট, পরীক্ষাসংক্রান্ত জটিলতাসহ অনেক বাধার সম্মুখীন হয়েছেন। আমরা একটি বিশেষজ্ঞ কমিটি অতি শিগ্গিরই করতে যাচ্ছি।
তিনি বলেন, আমাদের আসল কথা হলো শিক্ষার মানোন্নয়ন করা। শিক্ষার বৈষম্য দূর করা। সাত কলেজের সমস্যা সমাধানের জন্য উচ্চক্ষমতাসম্পন্ন একটি কমিটি গঠন করা হবে। আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পর্যায়ক্রমে কী কী পদক্ষেপ নেওয়া যায়, সেগুলো এখন থেকেই শুরু করে দেব। যাতে কলেজগুলোর জন্য সবচেয়ে সম্মানজনক একটা পরিস্থিতির সৃষ্টি হয়।
অন্তর্বর্তী সরকার শিক্ষার মানোন্নয়নের জন্য যথাসাধ্য চেষ্টা করবে জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘তোমাদের কাছে একটাই অনুরোধ, নতুন সময় এসে অনেক অস্থিরতা গিয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আমরা সম্পূর্ণ অভিভাবকহীনতায় পেয়েছি, সেখানে কর্তৃপক্ষও নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের স্বল্পসময়ে একটা দৃষ্টান্ত হিসাবে রেখে যেতে চাই, যাতে ভবিষ্যৎ সরকারের কাছে এটা নিদর্শন হিসাবে থাকে। শিক্ষার্থীদের কোনো অভিযোগ থাকলে আমাদের জানাবেন। তবে আর রাস্তা অবরোধ নয়, বিশৃঙ্খলা নয়, আমরা শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ চাই। যেখানে ছাত্র-শিক্ষকদের মধ্যে সুসম্পর্ক ফিরে আসবে।’
অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ। ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক এবিএম রেজাউল করীম।
২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ঢাকা কলেজসহ রাজধানীর সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। অধিভুক্তির ফলে এসব কলেজে ভর্তি পরীক্ষা, পাঠ্যসূচি ও পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হয়ে আসছে।