সম্মেলন বাতিলের দাবিতে মিছিল
বাঞ্ছারামপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪০
যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া ও লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সোমবার দুপুরে উপজেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৪০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে বের করা মিছিলে হামলা থেকে এই সংঘর্ষের সূত্রপাত। এদিকে ভোলার লালমোহনে সোমবার সকালে বাজারের খাজনা উঠানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
বাঞ্ছারামপুরে দুপুর বারোটার দিকে প্রতাপগঞ্জ বাজারের মুসা মার্কেটের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন বাদল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুছা হায়দার, বিএনপির কর্মী অরুণ মিয়া, ফুলমিয়া, দানু মিয়া, কেশপদ দাসসহ ৬ জন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের সময় কয়েকটি দোকান ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আগামী ২০ নভেম্বর সরকারি এসএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা। এই সম্মেলন বাতিলের দাবিতে গণমিছিল ও প্রতিবাদ সভা করে বিএনপি ও অঙ্গসংগঠনের একটি অংশ। সোমবার দুপুরে উপজেলা সদরের মাতুর বাড়ির মোড় থেকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এমএ খালেক পিএসসি, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ড. সাইদুজ্জামান কামালের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি প্রতাপগঞ্জ বাজারে উপজেলা বিএনপির সদস্য সচিব একেএম মুসার মালিকানাধীন মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় মিছিলে কয়েকজন ঢিল ছুড়ে মারে। এ সময় নেতাকর্মীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর ধাওয়া-পালটা ধাওয়া শুরু হলে ইটের আঘাতে ৪০ জনের বেশি নেতাকর্মী আহত হন।
মুসা হায়দার বলেন, আমরা মিছিল নিয়ে মুসা মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় ছাদের ওপর থেকে আমাদের ওপর ঢিল ছুড়তে থাকে। এ সময় আমাদের অনেক নেতাকর্মী আহত হন। আমি নিজেও আহত হয়েছি। ইচ্ছা করে আমাদের মিছিলের ওপর হামলা করা হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক এমপি এমএ খালেক বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে মুসা মার্কেটের সামনে দিয়ে আসার সময় বিনা উসকানিতে আমাদের নেতাকর্মীদের ওপর ইটপাটকেল ছুড়ে মারে। আমরা কাউন্সিল বাতিলের দাবিতে মিছিল বের করেছিলাম।
লালমোহনে সংঘর্ষে আহত ১০ : ভোলার লালমোহনে ইজারার বাজার কালেকশন নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবিরচর বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত ৫ জনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়া হয়েছে।
জানা গেছে, বদরপুর ইউনিয়ন বিএনপির (উত্তর) সভাপতি শহিদুল্যাহ মেলকার গ্রুপ ও বিএনপির সাবেক নেতা কামাল সুইচ গ্রুপের মধ্যে সোমবার সকালে কথা কাটাকাটির একপর্যায়ে শহিদুল্যাহ মেলকারের লোকজন দা, ছেনি, রড ও দেশীয় অস্ত্র নিয়ে কামাল সুইচের লোকজনের ওপর হামলা চালায়। পরে তাদের প্রতিহত করতে গিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ। লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, দেবিরচর বাজারের ইজারাকে কেন্দ্র করে অনেকদিন ধরে ঝামেলা চলছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।