১৫৮ সমন্বয়কের বৈঠক
কমিটি বড় হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
চার সদস্যের কমিটি এবার বর্ধিত করার সিদ্ধান্ত নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার রাতে সমন্বয়কদের মতবিনিময় সভায় তারা এই সিদ্ধান্ত নেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে সমন্বয়ক আব্দুল কাদের যুগান্তরকে বলেন, এটা একটা ইনফরমাল প্রোগ্রাম ছিল। আমরা মূলত ১৫৮ জন সমন্বয়ককে নিয়ে বসেছিলাম। তাদের মতামত নিয়েছিলাম। এখানে মূলত তিনটি বিষয় নিয়ে কথা বলেছিলাম। এক. চারজনের বাইরে একটি নির্বাহী কমিটি থাকবে আর এটি এই সপ্তাহের মধ্যে ঘোষণা করতে হবে। নির্বাহী কমিটি ২০-২২ জনের হতে পারে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ও কলেজের প্রতিনিধি থাকবে। দুই. এখানে একটি অর্গানাইজিং সেল থাকবে। তিন. অরগানোগ্রাম বৃদ্ধি করতে হবে। আর সেটি এই মাসেই করতে হবে।
আব্দুল কাদের আরও বলেন, সর্বশেষ আরেকটি বিষয় নিয়ে কথা হয়েছে, আগামী ১৫ তারিখ ১০০ দিন পূরণ হবে, সেটির কর্মসূচি হচ্ছে আহতদের ঢাকায় যারা আছে, সেন্ট্রাল বডি হাসপাতালে গিয়ে তাদের খোঁজ নেবে।
ঢাকায় যারা শহিদ পরিবার আছে, তাদের সঙ্গে মতামত নেওয়া হবে। একই সঙ্গে জেলা পর্যায়ের নেতারা স্থানীয় পর্যায়ে খোঁজ নেবে।