Logo
Logo
×

প্রথম পাতা

বাড়ল সরকারের কলেবর

শপথ নিলেন আরও তিন উপদেষ্টা, দপ্তর পুনর্বণ্টন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শপথ নিলেন আরও তিন উপদেষ্টা, দপ্তর পুনর্বণ্টন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আরও তিনজন যুক্ত হলেন। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের নতুন উপদেষ্টারা হলেন শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন, আধুনিক ধারার চলচ্চিত্রের অন্যতম রূপকার পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। শপথ নেওয়ার পর পরই তিন উপদেষ্টার দপ্তর বণ্টন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেখ বশির উদ্দিনকে বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়, মোস্তফা সরয়ার ফারুকীকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় দেওয়া হয়। মাহফুজ আলমকে কোনো দপ্তর দেওয়া হয়নি। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। বঙ্গভবনে রোববার সন্ধ্যায় নতুন তিন উপদেষ্টাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।

শিল্পোদ্যোক্তা বাবা আকিজ গ্রুপের কর্ণধার সেখ আকিজ উদ্দিনের ‘দেখানো পথ ধরে’ ব্যবসায় আসেন সেখ বশির উদ্দিন। বাবার মৃত্যুর পর পারিবারিক ব্যবসা ভাগ হলে তিনি আকিজ-বশির গ্রুপ গঠন করেন। যেটির ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন। মোস্তফা সরয়ার ফারুকী দুই দশকের বেশি সময় চলচ্চিত্র, নাটক নির্মাণ করে পরিচিত মুখ হয়ে উঠেছেন। এতদিন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসাবে দায়িত্ব পালন করা মাহফুজ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সরকারবিরোধী আন্দোলন চলাকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। সরকার পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক করা হয়েছিল মাহফুজ আলমকে। অন্তর্বর্তী সরকার গঠনের ২০ দিনের মাথায় ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল।

নতুন শপথ নেওয়া উপদেষ্টারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা এখনো জানা যায়নি। এর আগে চার দফায় শপথ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের ২১ উপদেষ্টা। এর মধ্যে ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিন উপদেষ্টা সেদিন শপথ নেননি। পরে ১১ আগস্ট শপথ নেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়। আর ১৩ আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম। পরে ১৬ আগস্ট আরও চার উপদেষ্টা শপথ নেন। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়ায় ২১ জনে।

প্রসঙ্গত, চলতি বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। দেশ ছেড়ে পালান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিলুপ্ত করা হয় দ্বাদশ জাতীয় সংসদ। গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।

কয়েকজন উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন : এদিকে অন্তর্বর্তী সরকারের শুরুতে শপথ নেওয়া তিনজন উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এর মধ্যে সমন্বয়ক আসিফ মাহমুদকে দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; হাসান আরিফ পেয়েছেন বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়; আলী ইমাম মজুমদার পেয়েছেন খাদ্য মন্ত্রণালয় এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন পেয়েছেন নৌপরিবহণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এতদিন অন্য দুই মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সামলাতেন। এখন তিনি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করবেন। ড. সালেহউদ্দিন আহমেদ এতদিন অর্থ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করতেন। এখন তিনি শুধু অর্থ মন্ত্রণালয় সামলাবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম