শতাধিক মামলায় গ্রেফতার সাবেক এমপি-মন্ত্রীসহ ৫০
১০ জন ৪৭ দিনের রিমান্ডে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সাবেক মন্ত্রী, মেয়র, সংসদ সদস্যসহ ৫০ আসামিকে একদিনে রাজধানীর বিভিন্ন থানায় হওয়া শতাধিক মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। পাশাপাশি সাবেক পাঁচ মন্ত্রীসহ ১০ জনের ৪৭ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের পৃথক কয়েকটি আদালত এ আদেশ দেন।
পুলিশের প্রসিকিউশন বিভাগের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কারাগারে আটক থাকা ৫০ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে সব আবেদনের বিষয়ে শুনানির জন্য আদালত ৩০ অক্টোবর দিন ধার্য করেন। এদিন সকালে তাদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। পরে তাদের উপস্থিতিতে গ্রেফতার দেখানোর শুনানি শুরু হয়। আদালতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশের লালবাগ জোন ও ডিএমপির প্রসিকিউশন বিভাগ।
যাদের গ্রেফতার দেখানো হয়েছে তারা হলেন-চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ১৬ মামলায়, আতিকুলকে ১৩ মামলায়, কামাল আহম্মেদকে ১২ মামলায়, পলককে ১০ মামলায়, আনিসুলকে ৯ মামলায়, শাহজাহান মিয়াকে ৬ মামলায়, সালমান এফ রহমানকে চার মামলায়, দীপু মনিকে পাঁচ মামলায়, মেনন ও রাজ্জাককে তিন মামলায়, ব্যারিস্টার সুমন, সাদেক, হাজি সেলিম এবং জিয়াউলকে দুটি মামলায়, গোলাম সারওয়ার পিন্টু ৪, রবিন ৩, সৈকত ৩, তারেক অনিক ২, কমিশনার মানিক ২, এক্সিম ব্যাংকের নজরুলকে ২ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এছাড়া ড. তৌফিক-ই-ইলাহী, শাহরিয়ার কবির, শামসুল হক টুকু, কমোডর (অব.) মনিরুল, আহসানুল ইসলাম, টিপু মুনশি, কাজী জাফরউল্লাহ, মো. তাজুল ইসলাম, আব্দুস সোবহান গোলাপ, কর্নেল (অব.) ফারুক খান, আব্দুল্লাহ হিল কাফি, মশিউর রহমান, আসাদুজ্জামান মিয়া, বাবুল হোসেন, শামসুদ্দিন মানিক, অলিউল্লাহ, গাজী আমানুল্লাহ, মোর্শেদ হাসান, সম্রাট কাজী, সাধন চন্দ্র মজুমদার, আলী আজগর, দিলীপ কুমার, এবিএম ফজলে করিম, মো. শাওন হোসেন, শহিদুল হক, জাকির হোসেন রনি, সাজ্জাদ হোসেনকে এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
সাবেক পাঁচ মন্ত্রীসহ ১০ জনের ৪৭ দিনের রিমান্ড : এদিন গ্রেফতার দেখানোর পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সাবেক চার মন্ত্রীসহ ১০ জনের ৪৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে নেওয়া আসামিদের মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক নৌমন্ত্রী শাজাহান খান, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদ, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, বহিষ্কৃত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক সংসদ সদস্য হাজি মো. সেলিম ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জামাল রয়েছেন।
আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা গেছে, এদিন তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর শুনানি শেষে রাজধানীর পৃথক দুই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর মধ্যে হাইকোর্টের জাল ভোটের ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় ৫ দিন ও বাড্ডা থানার হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। আব্দুল্লাহ আল-মামুনকে ধানমন্ডি থানার মামলায় ৩ দিন ও বংশাল থানার মামলায় ৪ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। মোহাম্মদপুর থানার মামলায় সাধন চন্দ্রের ৩ দিন ও যাত্রাবাড়ী থানার মামলায় শাজাহান খানের ৩ দিনের রিমান্ড, উত্তরা পশ্চিম থানার মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবদুস শহীদের ৪ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।
এছাড়া নিউমার্কেট থানার মামলায় জিয়াউল, চকবাজার থানার মামলায় হাজি সেলিম, ধানমন্ডি থানার হত্যা মামলায় ইনু ও চকবাজার থানার মামলায় তানভীরের ৫ দিন করে রিমান্ড, যুবদল নেতা শামীম হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা সাংবাদিক শেখ জামাল হোসেনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
সাবেক কৃষিমন্ত্রীর বাসা থেকে দেশি-বিদেশি মুদ্রা, স্বর্ণালংকার উদ্ধার : সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদের বাসা থেকে তিন কোটি টাকা, ৮৫ ভরি স্বর্ণালংকার এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার মধ্যরাতে উত্তরা ১০ নম্বর সেক্টরে নিজ বাসা থেকে গ্রেফতারের সময় এসব অর্থ ও স্বর্ণালংকার জব্দ করা হয়।
ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বুধবার জানান, মঙ্গলবার রাতে উত্তরা ১০ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কে আব্দুস শহীদের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাসা থেকে ৩ কোটি ১০ লাখ ২৭ হাজার টাকা, ১ হাজার ১২০ কানাডিয়ান ডলার, ১ হাজার ১০০ ইউরো, ৫ হাজার ৩০০ থাই বাথ, ১ হাজার ৯৫৩ ইউএস ডলার, ৫০০ মেক্সিকান ডলার, ৫০ হংকং ডলার, ৩ হাজার রুপি, ৩ হাজার ১১৭ কাতার রিয়াল এবং ৯৯০.৫০ গ্রাম (৮৫ ভরি প্রায়) ওজনের বিভিন্ন স্বর্ণালংকার ও বার উদ্ধার করা হয়।