Logo
Logo
×

প্রথম পাতা

অভয়নগরে চুরির অভিযোগ

যুবককে উলটো করে ঝুলিয়ে নির্যাতন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যুবককে উলটো করে ঝুলিয়ে নির্যাতন

যশোরের অভয়নগরে বৃহস্পতিবার রিকশাভ্যান চুরির অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে উলটো করে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে শুক্রবার থানায় মামলা হয়। মাদারীপুরের শিবচরে জমি নিয়ে বিরোধের জেরে মা-ছেলেকে গাছে বেঁধে মারধর করেছে প্রতিবেশী। ২১ অক্টোবর রাতে শিবচর থানার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর-

অভয়নগর (যশোর) : স্থানীয়রা জানান, উপজেলার বাগদাহ গ্রামের শরিফ মল্লিকের মানসিক ভারসাম্যহীন ছেলে ইউসুফ মল্লিক (২০)। গ্রামের কিছু লোক বৃহস্পতিবার দুপুরে তার বিরুদ্ধে রিকশাভ্যান চুরির অভিযোগ আনে। তিনি অস্বীকার করলে গ্রামের ইদ্রিস খার বাড়িসংলগ্ন দোকানের পাশে বাঁশের সঙ্গে উলটো করে ঝুলিয়ে দড়ি দিয়ে বেঁধে তাকে বেধড়ক মারধর করা হয়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, গ্রামের আহম্মদ আলী বেগ, সবুজ মুন্সি, ইদ্রিস খাসহ কয়েকজন ইউসুফকে মারধর করছেন।

অভয়নগর থানার ওসি মো. এমাদুল করিম জানান, এ ঘটনায় শুক্রবার থানায় মামলা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুর (শিবচর) : ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, চরকামারকান্দি গ্রামের মৃত আনোয়ারের স্ত্রী আছুরা বেগম ও ছেলে সাজ্জাদের সঙ্গে জমি নিয়ে প্রতিবেশী রশিদ মাদবরের বিরোধ চলছে। এ নিয়ে আদালতে একটি মামলাও করেন আছুরা বেগম। এর জেরে ২১ অক্টোবর রাতে রশিদ মাদবরের ছেলে রুবেল, জাফর, শওকত, লিয়াকত ও তার মেয়ের জামাইসহ ৮ থেকে ১০ জন তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় ঘর থেকে আছুরা বেগম ও ছেলে সাজ্জাদকে বের করে গাছের সঙ্গে হাত-পা বেঁধে রড ও লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়। সাজ্জাদ পানি খেতে চাইলে তার মুখের ভেতরে কাপড় ভরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়। নির্যাতনের একপর্যায়ে দুজন অজ্ঞান হয়ে পড়লে তাদের সড়কে ফেলে চলে হায় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শিবচর থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম