বিচার বিভাগ দুর্বৃত্তায়ন থেকে বেরিয়ে এলো: অ্যাটর্নি জেনারেল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় বহালের মধ্য দিয়ে বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালনের একটা জায়গায় গেছে বলে মনে করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, অবশ্যই আজকের রায়টি বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতার ক্ষেত্রে মাইলফলক ও ঐতিহাসিক হয়ে থাকবে। আজকের এই রায়ের ফলে বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালনের একটা জায়গায় গেল এবং বিচার বিভাগ দুর্বৃত্তায়ন ও রাজনীতি থেকে বেরিয়ে এলো। রোববার সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় বহালের আদেশের পর তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, অতীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যগুলো এক্সামিন করলে দেখবেন-ওনার নিজের বক্তব্য ছিল-সাহস থাকলে আদালতে বিচারের মুখোমুখি হোন। এখন আদালতে বিচারের মুখোমুখি হওয়া উনার জন্যও ভালো। এটা উনার দর্শনও ছিল। উনি হয়তো তাই করবেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আইন দ্বারা গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রত্যেক আসামির উচিত আদালতের সামনে এসে বিচারের মুখোমুখি হওয়া। গ্রেফতারি পরোয়ানা তামিল বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, প্রসিকিউশন যদি আসামির অবস্থান নিশ্চিত হন সেক্ষেত্রে তাকে ফিরিরে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। ইন্টারপোলের সহযোগিতা নিয়েও ফিরিয়ে আনা যেতে পারে। সেক্ষেত্রে দেখতে হবে সংশ্লিষ্ট দেশের সঙ্গে ইন্টারপোলের এখতিয়ার রয়েছে কিনা।
এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ওপর ঐতিহাসিক একটি দায়িত্ব অর্পিত হলো। তারা যাতে তাদের এই শক্তি, মেরুদণ্ড সোজা রেখে সঠিকভাবে কাজে লাগাতে পারেন। যদি তারা (বিচার বিভাগ) এটাকে কাজে না লাগান তাহলে ইতিহাস তার বিচার করবে।
অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের ‘রিভিউ’ আবেদন অনেক আগেই ফাইল করা হয়। রিভিউতে ৯৪টি গ্রাউন্ড পেশ করা হয়। আমরা এই ৯৪টি গ্রাউন্ড এক্সামিন করেছি, পূর্ণাঙ্গভাবে পড়েছি। আমাদের কাছে মনে হয়েছে ৯৪টি গ্রাউন্ডের মধ্যে একটি গ্রাউন্ডও মামলা রিভিউ হওয়ার মতো গুড গ্রাউন্ড নয়। আমরা আদালতকে বলেছি, এ গ্রাউন্ডগুলো আমরা উপস্থাপন করব না।