Logo
Logo
×

প্রথম পাতা

প্রথমে নিষিদ্ধ এরপর বরখাস্ত হাথুরুসিংহে

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রথমে নিষিদ্ধ এরপর বরখাস্ত হাথুরুসিংহে

হাথুরুসিংহে

প্রথমে তাকে ৪৮ ঘণ্টার জন্য নিষিদ্ধ করা হয়েছে। এই সময় পার হওয়ার পর বরখাস্ত হবেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। শৃঙ্খলাজনিত কারণে লংকান কোচের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাকে ইতোমধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। হাথুরুসিংহের জায়গা নেবেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ফিল সিমন্স। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ছয় মাস তিনি অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন। এই ওয়ানডে টুর্নামেন্ট পর্যন্ত হাথুরুর চুক্তি ছিল বিসিবির সঙ্গে। তার আগেই তাকে চলে যেতে হচ্ছে। মঙ্গলবার মিরপুরে তড়িঘড়ি করে ডাকা এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

তিনি বলেন, ‘হাথুরুসিংহে অসদাচরণের দুটি ঘটনা ঘটিয়েছেন। প্রথমত, তিনি একজন খেলোয়াড়কে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। দ্বিতীয়ত, তিনি চুক্তির বাইরে মাত্রাতিরিক্ত ছুটি কাটিয়েছেন।’ বোর্ড প্রধান প্রথম যে ঘটনার উল্লেখ করেছেন, সেটি ঘটে গত বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন। অভিযোগ ছিল, চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে হাথুরু চড় মেরেছিলেন নাসুম আহমেদকে। তিনি এই অভিযোগ অস্বীকার করেন। এই ঘটনায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে তৎকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসানকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছিল। দ্বিতীয় ঘটনা চুক্তি ভঙ্গের। চুক্তি অনুযায়ী, বছরে ৪৫ দিন তার ছুটি ভোগ করার কথা। কিন্তু হাথুরু প্রথম বছর ৬৭ দিন এবং দ্বিতীয় বছর ৫৯ দিন ছুটি কাটিয়ছেন।

রাসেল ডমিঙ্গো বিদায় নেওয়ার পর দ্বিতীয় মেয়াদে ৫৪ বছর বয়সি হাথুরুসিংহে বাংলাদেশ দলের কোচ হয়েছিলেন গত বছর ফেব্রুয়ারিতে। এ বছর আগস্টে বোর্ড সভাপতি হওয়ার পর ফারুক আহমেদ জানিয়েছিলেন, হাথুরুকে তিনি আর জাতীয় দলের কোচ হিসাবে দেখতে চান না। দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পর অস্ট্রেলিয়ায় বসবাসকারী হাথুরুর সেরা সাফল্য এ বছর পাকিস্তানের বিপক্ষে ২-০তে টেস্ট সিরিজ জয়। ১৫ বছর পর এটাই বাংলাদেশের প্রথম অ্যাওয়ে টেস্ট সিরিজ জয়। মঙ্গলবার সকালে মিরপুরে অনুশীলনের পর বিদায় নেন হাথুরু।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম