সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেফতার
ইস্কাটনের বাসা থেকে আটক, আজ রিমান্ড চাইবে পুলিশ * যৌথবাহিনীর অভিযানে কুমিল্লা, কিশোরগঞ্জে গ্রেফতার দুই
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাত ৮টার দিকে রাজধানীর রমনা থানাধীন ইস্কাটন এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা নিশ্চিত করেনি ডিবি।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে বলেন, আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতাকে হত্যাসহ অনেক মামলা রয়েছে। কোনটাতে গ্রেফতার দেখানো হবে তা পরে জানানো হবে। তিনি আরও বলেন, আমরা একটি ভবন থেকে তাকে গ্রেফতার করেছি, সেটি ওনার ব্যক্তিগত বাসা কিনা জানি না। তাকে মঙ্গলবার আদালতে উপস্থাপন করে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান ডিবি প্রধান।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি করে হত্যার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানায় হওয়া একাধিক মামলায় রয়েছে আব্দুর রাজ্জাকের নাম। এছাড়া টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিছিলে হামলার অভিযোগে হওয়া এক মামলার আসামি সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। ওই মামলায় আসামি হয়েছেন মধুপুর উপজেলা পরিষদের সাবেক দুই চেয়ারম্যান ও মেয়রসহ ১১৭ জন। এ মামলায় অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে। মধুপুর উপজেলার মালাউড়ী গ্রামের জাহিদ হাসান বাদী হয়ে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মধুপুর থানা আমলি আদালতে এ মামলা করেন।
শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি-মন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা গ্রেফতার হচ্ছেন। তারই ধারাবাহিকতায় সোমবার গ্রেফতার হলেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি আওয়ামী লীগের অন্যতম শীর্ষস্থানীয় নেতা। খাদ্য ও কৃষিমন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন। তবে শেখ হাসিনার সর্বশেষ মন্ত্রিসভায় তার স্থান হয়নি। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর আব্দুর রাজ্জাককে আর জনসমক্ষে দেখা যায়নি।
কুমিল্লা, কিশোরগঞ্জে গ্রেফতার দুই : কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। অপরদিকে চাঁদাবাজির অভিযোগে কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোসাব্বির হোসেন সাদ্দামকে আটক করেছে সেনাবাহিনী। কুমিল্লা ব্যুরো জানায়, কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ কামরুল হাসান নামের এক সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সবুজপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১টি পিস্তল (চাইনিজ), ১টি ম্যাগাজিন ও ১টি পিস্তলের এ্যামো. উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জ ব্যুরো জানায়, চাঁদাবাজির অভিযোগে কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোসাব্বির হোসেন সাদ্দামকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার তাকে আদালতে পাঠায় পুলিশ। রোববার দুপুরের দিকে করিমগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্পের একটি দল নিয়ামতপুর বাজারের মোড়গ মহল এলাকা থেকে তাকে আটক করে। পরে রাত সাড়ে ৯টায় তাকে করিমগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মোসাব্বির উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের দেওপুর কাজলাহাটি গ্রামের অধিবাসী।