শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দিলে ঠেকানোর উপায় নেই: পররাষ্ট্র উপদেষ্টা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
শেখ হাসিনাকে ভারতের ট্রাভেল পাশ দেওয়া প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ট্রাভেল ডকুমেন্ট যে কোনো দেশ যে কাউকে ইস্যু করতে পারে। সেটা ঠেকানোর কোনো উপায় নেই। এর মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেছেন তিনি। শনিবার বিকালে নরসিংদীতে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো মামলায় যদি তাকে (শেখ হাসিনা) আদালত হাজির করতে নির্দেশ দেন, তাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের কিছুটা অস্বস্তি ছিল। আমরা সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করব। সেটা ভারতের জন্যও প্রয়োজন। আমাদের জন্যও প্রয়োজন।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বর্তমান সরকার সম্প্রীতিতে বিশ্বাসী। কোনো রকমের বাধা-বিপত্তি ছাড়াই যেন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা পালিত হয় সে ব্যাপারে সরকার সতর্ক রয়েছে। কোথাও কোথাও দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। সার্বিকভাবে ভালোভাবেই পূজা সম্পন্ন হচ্ছে। তিনি বলেন, পূজার আরও একদিন (আজ) রয়েছে। সেই সময়টা যেন ভালোভাবে কাটে সেজন্য সবাইকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
শনিবার নরসিংদীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক মো. রাশেদ চৌধুরী, ২৮ ইস্টবেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হুমায়ন রশিদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ভারতে রাজনৈতিক আশ্রয়ে থাকা একাধিক দেশের রাজনীতিবিদরা এর আগে ট্রাভেল ডকুমেন্ট সেবা পেয়েছেন। এটি ব্যবহার করে বিশ্বের যে কোনো দেশের ভিসা নিয়ে সেখানে ভ্রমণ করার সুবিধা পাওয়া যায়। সাধারণত কোনো দেশে আশ্রয়প্রার্থীদের সেই দেশের ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়। তবে শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয়ে আছেন কিনা, সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও মন্তব্য করেনি নয়াদিল্লি।