Logo
Logo
×

প্রথম পাতা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক হবে ইতিবাচক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক হবে ইতিবাচক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক পালাবদলের মধ্যেও বাংলাদেশ-শ্রীলংকার সঙ্গে ভারতের সম্পর্ক ‘ইতিবাচক ও গঠনমূলক’ হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার নিউইয়র্কে, এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত ‘ইন্ডিয়া, এশিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

বাংলাদেশ ও শ্রীলংকাকে ভারত নিঃশর্তে সহায়তা দিয়েছে। অথচ এ দুই দেশে নেতৃত্বের পরিবর্তন ঘটেছে। এ অবস্থায় প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটাবে কি না-এমন উদ্বেগের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন। খবর পিটিআই, ইনডিয়া টুডে, আন্দবাজার পত্রিকার।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি অনুরোধ করব, এ বিষয়ে দৃঢ়সংকল্পবাদী হবেন না। এমন নয় যে, ভারত প্রতিটি প্রতিবেশীর রাজনৈতিক পদক্ষেপকে নিয়ন্ত্রণ করতে চাইছে। এভাবে কাজ হয় না। এটা কেবল আমাদের ক্ষেত্রে নয়, কারও ক্ষেত্রেই এভাবে কাজ হয় না।’

জয়শঙ্কর বলেন, ‘প্রতিটি দেশের নিজস্ব গতিশীলতা থাকবে। কিন্তু আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে প্রতিবেশী বলয়ে আমাদের পরস্পরের প্রতি নির্ভরতার যে বাস্তবতা রয়েছে এবং সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে একের সঙ্গে অন্যের স্বার্থ জড়িয়ে, তা এগিয়ে চলবে। কারণ, তা আমাদের ইতিহাসের সঙ্গে যুক্ত।’

তিনি বলেন, যখন শ্রীলংকা গভীর অর্থনৈতিক সংকটের মুখোমুখি, তখন ভারতই পাশে দাঁড়িয়েছিল। তখন অন্য কেউই এগিয়ে আসেনি। এ পদক্ষেপ শ্রীলংকার অর্থনীতিকে স্থিতিশীল করেছে।

পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি একটু আলাদা বলে মন্তব্য করে পররাষ্টমন্ত্রী বলেন, ‘আমরা গত এক দশকে যা করেছি তা হলো বিভিন্ন প্রকল্পের রূপায়ণ। এটি আমাদের উভয়ের জন্যই ভালো। গত এক দশকে ভারত ও বাংলাদেশের মধ্যে সামগ্রিকভাবে অর্থনৈতিক কার্যকলাপ বেড়েছে। দুই দেশের এলাকার মধ্যে সম্পর্ক উন্নত হয়েছে। দুই দেশই এ থেকে অনেক কিছু অর্জন করেছে।’

তিনি জোর দিয়ে বলেন, নেতৃত্বের পরিবর্তন যাই হোক না কেন, বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘমেয়াদি প্রকল্পগুলোর মাধ্যমে দুই দেশই উপকৃত হবে।

জয়শঙ্কর বলেন, ‘কয়েক বছর পরপর আমাদের অঞ্চলে কিছু না কিছু ঘটে এবং লোকজন পরামর্শ দেয় যে, সেখানে একধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি রয়েছে। আমি দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী যে, উভয় ক্ষেত্রেই আমাদের সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলকভাবে অব্যাহত থাকবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম