অর্থ পাচার ও খেলাপি ঋণের নেপথ্যে দুর্নীতি: ড. জাহিদ হোসেন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ মে ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
দেশের অর্থনীতির অন্যতম সমস্যা খেলাপি ঋণ ও দেশ থেকে অর্থ পাচার। আর এই দুটি সমস্যারই মূল কারণ দুর্নীতি। এই দুর্নীতি বন্ধ না হলে খেলাপি ঋণ ও অর্থ পাচার কমবে না। যুগান্তরের সঙ্গে আলাপকালে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, আসলে আর্থিক খাতে কী কী সমস্যা এটা সবাই জানে। অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি, ডলার সংকট, তারল্য সংকট, রিজার্ভ কমে গেছে, উচ্চ খেলাপি ঋণ, ইচ্ছাকৃত খেলাপি ঋণ, প্রভিশন ও মূলধন ঘাটতি। এসব সমস্যা কে না জানে। সবাই জানে। সমস্যা সমাধানে উদ্যোগ কে নেবে? উদ্যোগ নেওয়ার ব্যক্তি বা প্রতিষ্ঠানের অভাব। দুর্নীতি বন্ধ না হলে অর্থ পাচার বন্ধ হবে না। একইভাবে দুর্নীতি বন্ধ না হলে খেলাপি ঋণও বন্ধ হবে না। এ কথাগুলো নতুন নয়। বহুবার বলা হয়েছে। বহু লোকে বলেছে। তাই সমস্যার মূল জায়গায় হাত দিতে হবে। এর জন্য রাজনৈতিক সদিচ্ছা থাকা দরকার। তা না হলে সমাধান হবে না।
প্রসঙ্গত রোববার রাজধানীর একটি হোটেলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির বাজেট আলোচনায় খেলাপি ঋণ ও অর্থ পাচারের বিষয়টি সামনে আসে। অনুষ্ঠানে সাবেক মন্ত্রী ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ বলেন, করোনার সময়ও দেশের অর্থনীতি ভালো ছিল। এখন কী এমন ঘটল অর্থনীতি দুর্বল হয়ে যাচ্ছে। তিনি বলেন, করোনার সময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৪৮ বিলিয়ন ডলার। অথচ সেটা এখন ২০ বিলিয়নের নিচে নেমে এসেছে। এ সময়ে রেমিট্যান্স-রপ্তানি আয় দুটোই এসেছে। কোনো কিছু বন্ধ ছিল না। তাহলে প্রশ্ন হলো-এত বৈদেশিক মুদ্রা গেল কোথায়? এর প্রধান কারণ দেশ থেকে বিপুল অঙ্কের টাকা পাচার হচ্ছে।