Logo
Logo
×

প্রথম পাতা

২০৫ ইউএনও ও ৩৩৮ ওসি বদলির প্রস্তাব অনুমোদন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

২০৫ ইউএনও ও ৩৩৮ ওসি বদলির প্রস্তাব অনুমোদন

দেশের ২০৫ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ও ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলির প্রস্তাব অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ইসি এ অনুমোদন দিয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ১০০ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করতেও নির্বাচন কমিশনে বৃহস্পতিবার প্রস্তাব পাঠানো হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে। সেই সংখ্যা বাড়িয়ে ২০৫ জন ইউএনওকে বদলির প্রস্তাবে অনুমোদন দিল ইসি। এছাড়া ওসিদের বদলি করতে প্রস্তাব তৈরি করেছে পুলিশ সদর দপ্তর। এ প্রস্তাব বুধবার ইসিতে পাঠানো হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে যেসব ওসি বর্তমান কর্মস্থলে ৬ মাসের বেশি সময় ধরে চাকরি করছেন, প্রথমে তাদের ও পরে পর্যায়ক্রমে সারা দেশে ওসি বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন। মন্ত্রিপরিষদ সচিব ও আইজিপিকে চিঠি পাঠিয়ে ৫ ডিসেম্বরের মধ্যে ওসিদের বদলির প্রস্তাব ইসিতে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছিল।

পরে নির্বাচন কমিশন বদলির প্রস্তাব পাঠাতে আরও ৩ দিন সময় বাড়ায়। সারা দেশে বর্তমানে ৬৫০টির বেশি থানা রয়েছে। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম এক সংবাদ সম্মেলনে জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ছিল থানা পর্যায় যারা ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তাদের মধ্যে যাদের কর্মস্থলের কর্মকাল ৬ মাসের বেশি তাদের বদলির সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ওই তালিকার ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কর্মস্থল পরিবর্তনের প্রস্তাবে নির্বাচন কমিশন অনাপত্তি জানিয়েছে। সংশ্লিষ্ট ডিআইজি রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশ তাদের বদলির আদেশ জারি করবে।

একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়কে কমিশন বলেছে যেসব উপজেলা নির্বাহী অফিসারের কর্মকাল ১ বছর বা তদূর্ধ্ব হয়েছে তাদের বদলি করতে হবে। এর আলোকে নির্বাচন কমিশনের তিনটি ধাপে প্রস্তাব এসেছে। প্রথমটা পেয়েছিল ৪৭ জনের দ্বিতীয় ধাপে এসেছে ১১০ জন এবং তৃতীয় ধাপে ছিল ৪৮ জন। ২০৫ জন ইউএনওর নির্বাচন কমিশন সম্মতি প্রদান করেছে। এছাড়া ৪০তম বিসিএসের নন-ক্যাডার থেকে উপজেলা বা থানা সহকারী নির্বাচন অফিসার হিসাবে নির্বাচন কমিশন ৮৩ কর্মকর্তাকে নিয়োগ প্রদান করেছে। তারা ১২ ডিসেম্বর নির্বাচন কমিশনে যোগদান করবেন। বদলি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সচিব বলেন, বেশিরভাগ ক্ষেত্রে নির্বাচনি এলাকার বাইরে বদলি করা হয়েছে। সে ক্ষেত্রে কোথাও একই জেলায় কোথাও জেলার বাইরে বদলি হয়েছে। নির্বাচনি এলাকার অবস্থানের ভিত্তিতে বদলি হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসারদের নিয়োগ বিভাগের মধ্যে বদলি করা হয়েছে বলে তিনি এ সময় জানান। কোনো কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ পেলে তদন্ত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সচিব উল্লেখ করেন। বিদেশি পর্যবেক্ষকের বিষয় জানতে চাইলে তিনি বলেন, বিদেশি পর্যবেক্ষক হিসাবে এ পর্যন্ত ১৩১ জন রেজিস্ট্রেশন করেছেন। সাংবাদিক হিসাবে ৪৮ জন রেজিস্ট্রেশন করেছেন। মোট ১৬৯ রেজিস্ট্রেশন করেছেন। এর আগে রাজধানীর ৫০টি থানার মধ্যে ৩৩টির ওসিকে বদলি করতে তালিকা তৈরি করে মঙ্গলবার নির্বাচন কমিশনে পাঠিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বদলির তালিকায় যেসব ইউএনও 
ঢাকা বিভাগ : মোবাশ্বর আলম, দোহার-ডামুড্যা; ফারজানা আলম, সখিপুর-কুলিয়ারচর; মো. মতিউর রহমান, নবাবগঞ্জ-বেলাবো; আয়শা জান্নাত তাহেরা, বেলাবো-গোসাইরহাট; সাদিয়া ইসলাম লুনা, কুলিয়ারচর-জাজিরা; মো. রেজাউল করিম, মনোহরদী-ধনবাড়ী; মো. মেহেদী হাসান, কাশিয়ানী-বোয়ালমারী; মো. মাইনউদ্দিন, মাদারীপুর সদর-শরীয়তপুর সদর; মু. রাসেদুজ্জামান, টঙ্গীবাড়ী- কাশিয়ানী; মো. আসলাম হোসাইন, ধনবাড়ী-টঙ্গীবাড়ী; কামরুল হাসান সোহেল, জাজিরা-নবাবগঞ্জ; মোহাম্মদ হোসেন পাটওয়ারী, শ্রীপুর-সখীপুর; জ্যোতি বিকাশ চন্দ্র, শরীয়তপুর সদর-গোয়ালন্দ; মো. জাকির হোসেন, গোয়ালন্দ-দোহার; হাছিবা খান, ডামুড্যা-মনোহরদী; মোশারেফ হোসেন, বোয়ালমারী-শ্রীনগর।

রাজশাহী বিভাগ : শ্রাবণী রায়, গুরুদাসপুর থেকে পোরশা; সুখময় সরকার, কাজিপুর-শেরপুর; এএফএম আবু সুফিয়ান, বাগমারা-শেরপুর; টুকটুক তালুকদার, আদমদীঘি-পত্নীতলা; শারমিন আখতার, বাঘা-লালপুর; মো. আবুল হায়াত, শিবগঞ্জ-কালাই; মো. তরিকুল ইসলাম, সুজানগর-বাঘা; জান্নাত আরা তিথি, কালাই-দুপচাঁচিয়া; সানজিদা সুলতানা, শেরপুর-উল্লাপাড়া; মো. সোহরাব হোসেন, চারঘাট-কাজিপুর; তাহমিদা আক্তার, পাবনা সদর-শাজাহানপুর; সাইদা খানম, শাজাহানপুর-চারঘাট; সালমা আক্তার, পোরশা-গুরুদাসপুর; উজ্জল হোসেন, উল্লাপাড়া-বাগমারা; মো. সুমন জিহাদী, দুপচাঁচিয়া-সুজানগর; শামীমা সুলতানা, লালপুর-পাবনা সদর; মোছা. রুমানা আফরোজ, পত্নীতলা-আদমদীঘি।

খুলনা বিভাগ : রিপন বিশ্বাস, খোকসা-যশোর সদর; অনুপ দাশ, যশোর সদর-মহেশপুর; দীপংকর দাশ মোংলা-কালীগঞ্জ; রহিমা সুলতানা বুশরা, কালীগঞ্জ-রামপাল; নারায়ণ চন্দ্র পাল, শার্শা-মোংলা; সুম্মিতা সাহা, হরিণাকুণ্ডু-চৌগাছা; ইরুফা সুলতানা, চৌগাছা-খোকসা; মো. আক্তার হোসেন, শ্যামনগর-হরিণাকুণ্ডু; নাজিবুল আলম, রামপাল-শ্যামনগর; নয়নকুমার রাজবংশী, মহেশপুর-শার্শা।

রংপুর বিভাগ : মুহাম্মদ ইসমাঈল, পার্বতীপুর-সৈয়দপুর; মোছা. আফসানা কাওছার, বিরল-বালিয়াডাঙ্গী; বিপুল কুমার, বালিয়াডাঙ্গী-পার্বতীপুর; ফয়সাল রায়হান, সৈয়দপুর-দিনাজপুর সদর; বহ্নি শিখা আশা, বোদা-বিরল; রমিজ আলম, দিনাজপুর সদর-পীরগঞ্জ; মো. শাহরিয়ার নজির, পীরগঞ্জ-বোদা।

ময়মনসিংহ বিভাগ : মোহাম্মদ শফিকুল ইসলাম, ময়মনসিংহ সদর-গফরগাঁও; নাহিদুল করিম, ফুলবাড়ীয়া-গৌরীপুর; ইফতেখার ইউনুস, শ্রীবরদী-ময়মনসিংহ সদর; ফৌজিয়া নাজনীন, গৌরীপুর-শ্রীবরদী; মাহমুদা হাসান, হালুয়াঘাট-মুক্তাগাছা; মো. আবিদুর রহমান, গফরগাঁও-হালুয়াঘাট; কাবেরী জালাল, কেন্দুয়া-ফুলবাড়ীয়া; আবুল কালাম মো. লুৎফর রহমান, মুক্তাগাছা-মেলান্দহ; মো. সেলিম মিঞা, মেলান্দহ-কেন্দুয়া;

চট্টগ্রাম বিভাগ : মো. ইসমাইল হোসেন, সোনাইমুড়ী-নাঙ্গলকোট; সৈয়দা সাদিয়া নূরীয়া, কাউখালী-মানিকছড়ি; রক্তিম চৌধুরী, মানিকছড়ি-কাউখালী; আতাউল গণি ওসমানী, রাঙ্গুনিয়া-আলীকদম; মোহাম্মদ আতিকুল মামুন, পটিয়া-রোয়াংছড়ি; মো. রায়হান মেহেবুব, নাঙ্গলকোট-রাঙ্গুনিয়া; মো. মহিনুল হাসান, দাউদকান্দি-বেগমগঞ্জ; দিপংকর তঞ্চঙ্গ্যা, কুতুবদিয়া-কর্ণফুলী; সম্রাট খীসা, সন্দ্বীপ-কক্সবাজার; রাবেয়া আক্তার, মেঘনা-আখাউড়া; মো. মামুনুর রশীদ, কর্ণফুলী-দীঘিনালা; মুহাম্মদ আরাফাতুল আলম, দীঘিনালা-দাউদকান্দি; মোহাম্মদ হুমায়ন রশিদ, শাহরাস্তি-ফেনী সদর; মো. সোয়াইব, আলীকদম-চান্দিনা; মো. রাশেদুল ইসলাম, হাজীগঞ্জ-কুতুবদিয়া; রোমেন শর্মা, নাইক্ষ্যংছড়ি-আদর্শ সদর; কানিজ ফাতেমা, আদর্শ সদর-সোনাইমুড়ী; মো. মেজবা উল আলম ভুঁইয়া, কোম্পানীগঞ্জ-সরাইল; মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী, ফেনী সদর-কোম্পানীগঞ্জ; তাপস শীল, চান্দিনা-হাজীগঞ্জ; আবদুস সামাদ শিকদার, রাউজান-মুরাদনগর; ফাতিমা সুলতানা, কবিরহাট-মতলব দক্ষিণ; মুহাম্মদ সরওয়ার উদ্দীন, সরাইল-কবিরহাট; ইয়াসির আরাফাত, বেগমগঞ্জ-শাহরাস্তি; মোহাম্মদ জাকারিয়া, কক্সবাজার সদর-নাইক্ষ্যংছড়ি; রেনু দাস, মতলব দক্ষিণ-মেঘনা; মো. খোরশেদ আলম চৌধুরী, রোয়াংছড়ি-সন্দ্বীপ; অংগ্যজাই মারমা, আখাউড়া-রাউজান, মো. আলাউদ্দিন ভূঞা জনী, মুরাদনগর-পটিয়া।

সিলেট বিভাগ : মাহমুদুর রহমান মামুন, দিরাই-কুলাউড়া; সালমা পারভীন, সুনামগঞ্জ সদর-তাহিরপুর; লুসিকান্ত হাজং, কোম্পানীগঞ্জ-জুড়ী; মন্জুর আহ্সান, মাধবপুর-শাল্লা; মাহমুদুর রহমান খোন্দকার, কুলাউড়া-দিরাই; মৌসুমী মান্নান, গোলাপগঞ্জ-সুনামগঞ্জ সদর; আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল-গোলাপগঞ্জ; আয়েশা আক্তার, হবিগঞ্জ সদর-বিয়ানীবাজার; আবু তালেব, শাল্লা-শ্রীমঙ্গল; রঞ্জন চন্দ্র দে, জুড়ী-হবিগঞ্জ সদর; আফসানা তাসলিম, বিয়ানীবাজার-জকিগঞ্জ; সুপ্রভাত চাকমা, তাহিরপুর-বড়লেখা; এ কে এম ফয়সাল, জকিগঞ্জ-মাধবপুর; সুনজিত কুমার চন্দ, বড়লেখা মৌলভীবাজার-কোম্পানীগঞ্জ।

বরিশাল বিভাগ : আল ইমরান, দুমকী-বামনা; সঞ্জীব দাশ, নাজিরপুর-পটুয়াখালী সদর; অন্তরা হালদার, বামনা-বানারীপাড়া; সজল চন্দ্র শীল, বাকেরগঞ্জ-ভোলা সদর; তৌহিদুল ইসলাম, ভোলা সদর-লালমোহন; সাইফুর রহমান, পটুয়াখালী সদর-বাকেরগঞ্জ; ফাতিমা আজরিন তন্বী, বানারীপাড়া-নাজিরপুর; অনামিকা নজরুল, লালমোহন-দুমকী।

ওসি বদলির তালিকায় যারা 
বিএম ফরমান আলী, গুলশান থেকে যাত্রাবাড়ী; কাজী সাহান হক, খিলক্ষেত-বনানী; মুন্সী ছাব্বীর আহ্ম্মদ, ক্যান্টনমেন্ট-মিরপুর; মো. মোস্তাফিজুর রহমান, বনানী-গেন্ডারিয়া; মওদুত হাওলাদার, তুরাগ-শাহআলী; মুহাম্মদ মাসুদ আলম, উত্তরা পশ্চিম-সূত্রাপুর; কাজী আবুল কালাম, উত্তরখান-কদমতলী; মো. নাসির উদ্দিন, উত্তরা পূর্ব-ভাষানটেক; মো. আমিনুল ইসলাম, শাহআলী-নিউমার্কেট; শেখ আমিনুল বাশার, দারুসসালাম-খিলক্ষেত; মোহাম্মদ মহসীন, মিরপুর-তেজগাঁও; জানে আলম মুনশী, ভাষানটেক-ওয়ারী; মুহাম্মদ মাহফুজুর রহমান মিয়া, পল্লবী-কোতোয়ালি; উৎপল বড়ুয়া, শেরেবাংলা নগর-রমনা; মাজহারুল ইসলাম, তেজগাঁও-গুলশান; অপূর্ব হাসান, তেজগাঁও-পল্লবী; মু. আহাদ আলী, হাজারীবাগ-শেরে বাংলানগর; মোহাম্মদ সাইফুল ইসলাম, কলাবাগান-কামরাঙ্গীরচর; নূর মোহাম্মদ, শাহবাগ-হাজারীবাগ; মো. আবুল হাসান, রমনা-উত্তরা পশ্চিম; মো. সালাহ উদ্দিন মিয়া, পল্টন-খিলগাঁও; মো. আতিকুর রহমান, সবুজবাগ-শ্যামপুর; মনির হোসেন মোল্লা, খিলগাঁও-পল্টন; মো. মোস্তাজিরুর রহমান, ওয়ারী-শাহবাগ; মো. মইনুল ইসলাম, সূত্রাপুর-বংশাল; মো. মজিবুর রহমান, বংশাল-উত্তরা; মো. শাহীনুর রহমান, কোতোয়ালি-ক্যান্টনমেন্ট; মো. আবু সাঈদ আল মামুন, গেন্ডারিয়া-উত্তরখান; প্রলয় কুমার সাহা, কদমতলী-সবুজবাগ; মো. মফিজুল আলম, যাত্রাবাড়ী-কলাবাগান; মো. নজরুল ইসলাম, শ্যামপুর-দারুসসালাম; মোহাম্মদ মোস্তফা আনোয়ার, কামরাঙ্গীরচর-তুরাগ; এবিএম মশিউর রহমান, ডিবি-লালবাগ-তেজগাঁও শিল্পাঞ্চল; মো. শফিকুল গনি সাবু, নিউমার্কেট-গোয়েন্দা-তেজগাঁও বিভাগ; মো. মনজুর কাদের মজুমদার, চকবাজার-বন্দর; গোলাম রাব্বানী, সদরঘাট-আকবরশাহ; মোহাম্মদ ফেরদৌস জাহান, বায়েজিদ বোস্তামি-সদরঘাট; মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর, আকবরশাহ-চকবাজার; সঞ্জয় কুমার সিনহা, বন্দর থানা-বায়েজিদ বোস্তামি; মো. হাসান আল মামুন, খুলনা-আড়ংঘাটা; মো. মমতাজুল হক, সোনাডাঙ্গা-খানজাহান আলী; মো. ওয়াহিদুজ্জামান, আড়ংঘাটা-সোনাডাঙ্গা; মো. কামাল হোসেন খাঁন, খানজাহান আলী-খুলনা; মো. এমরান হোসেন, এয়ারপোর্ট-কাশিয়াডাঙ্গা; মো. সোহরাওয়ার্দী হোসেন, বোয়ালিয়া-পবা; মো. মোবারক পারভেজ, পবা-মতিহার; মো. মনিরুজ্জামান, কাশিয়াডাঙ্গা-এয়ারপোর্ট; মো. রুহুল আমিন, মতিহার-মহাদেবপুর; হুমায়ুন কবীর, সাপাহার-বোয়ালিয়া; এটিএম আরিচুল হক, বাউফল-কোতোয়ালি; এসএম মাসুদ আলম চৌধুরী, বানারীপাড়া-এয়ারপোর্ট; মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, সদর মডেল থানা-শাহপরান; মো. ইয়ারদৌস হাসান, বড়লেখা-দক্ষিণ সুরমা; মোহাম্মদ মোশাররফ হোসেন, ঝুড়ি-মোগলাবাজার; মোহাম্মদ মঈন উদ্দিন, এয়ারপোর্ট-কোতোয়ালি; মোহাম্মদ মিজানুর রহমান, ধর্মপাশা-জালালাবাদ; মোহাম্মদ নুনু মিয়া, লাখাই-এয়ারপোর্ট; কেএম আশরাফ উদ্দিন, কোনাবাড়ী-ডিবি (দক্ষিণ) বিভাগ; মোহাম্মদ জিয়াউল ইসলাম, সদর থানা-কোনাবাড়ী; সানোয়ার জাহান, ডিবি (দক্ষিণ) বিভাগ-কাশিমপুর থানা; সৈয়দ রাফিউল করিম, কাশিমপুর থানা-সদর থানা; মো. মোস্তাছির বিল্লাহ, কাউনিয়া-কোতোয়ালি; মো. রজব আলী, ফুলছড়ি-হাজিরহাট; মো. হারেসুল ইসলাম, চিলমারী-হারাগাছ; মোহাম্মদ হোসেন আলী, তাজহাট-পরশুরাম; মো. রবিউল ইসলাম, পরশুরাম-তাজহাট; মো. মোস্তফা কামাল, দোহার-কেরানীগঞ্জ; মো. সিরাজুল ইসলাম শেখ, নবাবগঞ্জ-ধামরাই; মোহাম্মদ মামুন অর রশিদ, কেরানীগঞ্জ-নবাবগঞ্জ; মো. শাহজামান, দক্ষিণ কেরানীগঞ্জ-জয়দেবপুর; দীপক চন্দ্র সাহা, সাভার-রূপগঞ্জ; এসএম কামরুজ্জামান, আশুলিয়া-সোনারগাঁও; মো. হারুন অর রশিদ, ধামরাই-দোহার; এএফএম সায়েদ, রূপগঞ্জ-আশুলিয়া; মাহবুব আলম, সোনারগাঁও-দক্ষিণ কেরানীগঞ্জ; আবু বকর সিদ্দিক, বন্দর-সিদ্ধিরগঞ্জ; গোলাম মোস্তাফা, সিদ্ধিরগঞ্জ-বন্দর; মো. রাজিব খান, টংগীবাড়ী-গজারিয়া; মোল্লা সোহেব আলী, গজারিয়া-টংগীবাড়ী; মো. আলমগীর হোসাইন, পদ্মা উত্তর থানা-কালুখালী; শাহ্ নুর এ আলম, শিবালয়-হরিরামপুর; মো. আমিনুর রহমান, ঘিওর-সিংগাইর; সফিকুল ইসলাম মোল্যা, দৌলতপুর-সাটুরিয়া; সৈয়দ মিজানুর ইসলাম, সিংগাইর-মানিকগঞ্জ সদর; সুমন কুমার আদিত্য, হরিরামপুর-দৌলতপুর; মো. আ. রউফ সরকার, মানিকগঞ্জ-শিবালয়; সুকুমার বিশ্বাস, সাটুরিয়া-বেলাব; মো. আজিজুর রহমান, রামপুরা-বেলাব; মো. ফরিদ উদ্দিন, মনোহরদী-শিবপুর; তানভীর আহমেদ, বেলাব-নরসিংদী; আবুল কাশেম ভূঁইয়া, নরসিংদী-মনোহরদী; মো. ফিরোজ তালুকদার, শিবপুর-রায়পুরা; মাহাতাব উদ্দিন, জয়দেবপুর-কালীগঞ্জ; এএফএম নাসিম, শ্রীপুর-কালিয়াকৈর; আকবর আলী খান, কালিয়াকৈর-সাভার মডেল থানা; মোহাম্মদ ফায়েজুর রহমান, কালিগঞ্জ-শ্রীপুর; মোহাম্মদ গোলাম মোস্তফা, কুলিয়ারচর-কিশোরগঞ্জ; নাহিদ হাসান সুমন, পাকুন্দিয়া-হোসেনপুর; আসাদুজ্জামান টিটু, হোসেনপুর-পাকুন্দিয়া; মোহাম্মদ দাউদ, কিশোরগঞ্জ-কটিয়াদী; মোহাম্মদ মোর্শেদ জামান, অষ্টগ্রাম-বাজিতপুর; এসএম শাহাদত হোসেন, কটিয়াদী-নিকলী; মো. সরোয়ার জাহান, নিকলী-কুলিয়ারচর; মুহাম্মদ শফিকুল ইসলাম, বাজিতপুর-অষ্টগ্রাম; মো. সাজ্জাদ হোসেন, নাগরপুর-ধনবাড়ী; মোহাম্মদ আবু ছালাম মিয়া, টাংগাইল সদর-ঘাটাইল; এইচএম জসিম উদ্দিন, ধনবাড়ী-নাগরপুর; মোহাম্মদ লোকমান হোসেন, ঘাটাইল-টাংগাইল সদর; এমএ জলিল, কোতোয়ালি-ভাঙ্গা; মো. শেখ সাদিক, সালথা-বোয়ালমারী; মো. মিরাজ হোসেন, নগরকান্দা-মধুখালী; মো. শহিদুল ইসলাম, মধুখালী-কোতোয়ালি; মুহাম্মাদ আব্দুল ওহাব, বোয়ালমারী-চরভদ্রাসন; মো. জিয়ারুল ইসলাম, ভাঙ্গা-নগরকান্দা; মো. সেলিম রেজা, চরভদ্রাসন-আলফাডাংগা; মো. হাবিল হোসেন, আলফাডাংগা-সালথা; স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দঘাট-পাংশা; মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা-সখিপুর; মো. আসাদুজ্জামান, বালিয়াকান্দি-পদ্মা উত্তর; প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, কালুখালী-গোয়ালন্দঘাট; মুহাম্মদ ফিরোজ আলম, কাশিয়ানি-কোটালীপাড়া; মো. জিল্লুর রহমান, কোটালীপাড়া-কাশিয়ানী; মো. আলমগীর হোসেন, রাজৈর-বালিয়াকান্দি; মো. হাফিজুর রহমান, নড়িয়া-জাজিরা; মোস্তাফিজুর রহমান, জাজিরা-নড়িয়া; আসাদুজ্জামান হাওলাদার, সখিপুর-রাজৈর; আবদুল্লাহ আল হারুন, রাউজান-জোরারগঞ্জ; কামাল উদ্দিন, বাঁশখালী-সীতাকুণ্ড; মো. কবির হোসেন, মিরসরাই-সন্দ্বীপ; মোহাম্মদ সহিদুল ইসলাম, সন্দ্বীপ-মিরসরাই; তোফায়েল আহমেদ, সীতাকুণ্ড-বাঁশখালী; জাহিদ হোসেন, জোরারগঞ্জ-রাউজান; মো. গোলাম কবির, ঈদগাঁও-কুতুবদিয়া; শুভ রঞ্জন চাকমা, কুতুবদিয়া-ঈদগাঁও; মো. শফিউল আলম, মনোহরগঞ্জ-বাঙ্গরাবাজার; মো. সাহাব উদ্দিন খান, চান্দিনা-লাকসাম; মো. রিয়াজ উদ্দীন চৌধুরী, বাঙ্গরাবাজার-বরুড়া; আহাম্মদ সঞ্জুর মোরশেদ, কোতোয়ালি-চান্দিনা; মো. হানিফ সরকার, লালমাই-মনোহরগঞ্জ; ফিরোজ হোসেন, বরুড়া-কোতোয়ালি; মো. আবদুল্লাহ আল মাহফুজ, লাকসাম-লালমাই; মো. রাজু আহম্মেদ, বিজয়নগর-কসবা; মো. মহিউদ্দিন, কসবা-বাঞ্ছারামপুর; মো. নুরে আলম, বাঞ্ছারামপুর-আখাউড়া; মো. আসাদুল ইসলাম, আখাউড়া-বিজয়নগর; রফিকুল ইসলাম, কবিরহাট-চরজব্বর; মো. হুমায়ুন কবির, চরজব্বর-কবিরহাট; সুদ্বীপ রায়, ছাগলনাইয়া-সোনাগাজী; মো. আবুল হাসিম, ফুলগাজী-দাগনভূঞা; মো. নিজাম উদ্দিন, দাগনভূঞা-ফুলগাজী; মো. হাসান ইমাম, সোনাগাজী-ছাগলনাইয়া; মোহাম্মদ মোসলেহ উদ্দিন, লক্ষ্মীপুর-রামগতি; মো. তহিদুল ইসলাম, চন্দ্রগঞ্জ-কমলনগর; মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার, রামগতি-লক্ষ্মীপুর; মো. এমদাদুল হক, কমলনগর-চন্দ্রগঞ্জ; মুহাম্মদ আলী, দীঘিনালা-কোতোয়ালি; মো. হারুনুর রশিদ, পানছড়ি-লংগদু; রাজীব চন্দ্র কর, গুইমারা-কাউখালী; মো. আবুল কালাম, বোয়াংছড়ি-কাপ্তাই; আনচারুল করিম, মানিকছড়ি-চন্দ্রঘোনা; আবুল হাসান খান, মোহালছড়ি-সাজেক; মিনহাজ মাহমুদ ভূঁইয়া, লক্ষ্মীছড়ি-বরকল; ইকবাল হোসেন, থানচি-রাজস্থলী; মোহাম্মদ আরিফুল আমিন, কোতোয়ালি-গুইমারা; মোহাম্মদ নুরুল হক, সাজেক-দীঘিনালা; মো. শফিউল আজম, চন্দ্রঘোনা-পানছড়ি; মো. ইকবাল উদ্দিন, লংগদু-মানিকছড়ি; মো. জাকির হোসাইন, রাজস্থলী-লক্ষ্মীছড়ি; মো. নাসির উদ্দীন, বরকল-মহালছড়ি; জসিম উদ্দিন, কাপ্তাই-থানচি; পারভেজ আলী, কাউখালী-বোয়াংছড়ি; উজ্জ্বল কুমার দত্ত, দাকোপ-মুজিবনগর; মো. রফিকুল ইসলাম, পাইকগাছা-ফুলতলা; রিপন কুমার সরকার, দিঘলিয়া-বটিয়াঘাটা; সেখ কনি মিয়া, ডুমুরিয়া-মেহেরপুর; মোহাম্মদ শওকত কবির, বটিয়াঘাটা-রূপসা; মোহাম্মদ আব্দুল হক, ফুলতলা-দাকোপ; মো. শাহিন, রূপসা-দিঘলিয়া; কেএম আজিজুল ইসলাম, বাগেরহাট সদর-মোংলা; মো. ইকরাম হোসেন, শরণখোলা-চিতলমারী; মো. সাইদুর রহমান, মোরেলগঞ্জ-সদর থানা; মোহাম্মদ সামসুদ্দীন, মোংলা-মোরেলগঞ্জ; এএইচএম কামরুজ্জামান, চিতলমারী-শরণখোলা; সোমেন দাশ, মোল্লাহাট-রামপাল; এসএম আশরাফুল আলম, রামপাল-মোল্লাহাট; মো. বাবুল আক্তার, দেবহাটা-কালীগঞ্জ; সেখ মাহমুদ হোসেন, পাটকেলঘাটা-দেবহাটা; মো. মামুন রহমান, কালীগঞ্জ-(ইবি থানা) কুষ্টিয়া; মোহা. মোস্তাফিজুর রহমান, কলারোয়া-পাটকেলঘাটা; সুমন ভক্ত, ঝিকরগাছা-বেনাপোল পোর্ট; এসএম আকিকুল ইসলাম, শার্শা-অভয়নগর; এবিএম মেহেদী মাসুদ, অভয়নগর-মনিরামপুর; কামাল হোসেন ভূঁইয়া, বেনাপোল পোর্ট-ঝিকরগাছা; শেখ মো. মনিরুজ্জামান, মনিরামপুর-শার্শা; খন্দকার শামীম উদ্দিন, মহেশপুর-কালিয়া; শেখ সেকেন্দার আলী, মাগুরা সদর-সদর থানা চুয়াডাঙ্গা; মো. মোশারফ হোসেন, শালিখা-আলমডাঙ্গা; কাঞ্চন কুমার রায়, শ্রীপুর-লোহাগড়া; মো. ওবায়দুর রহমান, সদর থানা নড়াইল-পাইকগাছা খুলনা; সুকান্ত কুমার সাহা, নড়াগাতী নড়াইল-ডুমুরিয়া খুলনা; শেখ তাসমীম আলম, কালিয়া-শ্রীপুর; মো. নাসির উদ্দিন, লোহাগড়া-শালিখা; মোস্তফা হাবিবুল্লাহ, খোকসা-মিরপুর; মো. রফিকুল ইসলাম, মিরপুর কুষ্টিয়া-কলারোয়া সাতক্ষীরা; আননূর যায়েদ, (ইবি থানা)-খোকসা থানা; মো. মাহাবুবুর রহমান, সদর থানা চুয়াডাঙ্গা-মহেশপুর ঝিনাইদহ; বিপ্লব কুমার নাথ, আলমডাঙ্গা-নড়াগাতি; মোহাম্মদ সাইফুল ইসলাম, সদর থানা, মেহেরপুর-সদর থানা, নড়াইল; মো. মেহেদী রাসেল, মুজিবনগর-সদর থানা, মাগুরা; মো. নাজমুল হক, দূর্গাপুর-ভাঙ্গুরা; আমিনুল ইসলাম, বাগমারা-বাঘা; মো. খায়রুল ইসলাম, বাঘা-দুর্গাপুর; মো. মিন্টু রহমান, নাচোল-সদর মডেল থানা; চৌধুরী জোবায়ের আহম্মেদ, শিবগঞ্জ-গোমস্তাপুর; মো. মাহবুবুর রহমান, গোমস্তাপুর-বদলগাছি; মো. সাজ্জাদ হোসেন, সদর মডেল থানা-শিবগঞ্জ; মুহা. আতিয়ার রহমান, বদরগাছি-পোরশা; মো. তারেকুর রহমান সরকার, আত্রাই-নাচোল; ফয়সাল বিন আহসান, সদর থানা, নওগাঁ-পাঁচবিবি, জয়পুরহাট; মো. মোজাফফর হোসেন, মহাদেবপুর-পত্নীতলা; মো. হুমায়ুন কবির তাং, সাপাহার-মহাদেবপুর; পলাশ চন্দ্র দেব, পত্নীতলা-সাপাহার; মো. জহুরুল ইসলাম, পোরশা-আত্রাই; মো. মিজানুর রহমান, সিংড়া-নাটোর; মো. আবুল কালাম, নলডাঙ্গা-সিংড়া; নাছিম আহম্মেদ, নাটোর-লালপুর; মো. উজ্জ্বল হোসেন, লালপুর-গুরুদাসপুর; মোহা. মোনোয়ারুজ্জামান, গুরুদাসপুর-নলডাঙ্গা; অরবিন্দ সরকার, ঈশ্বরদী-বাগমারা; আনোয়ার হোসেন, আটঘরিয়া-সাঁথিয়া; মো. রাশিদুল ইসলাম, ভাঙ্গুরা-বেড়া মডেল থানা; মো. রফিকুল ইসলাম, সাঁথিয়া-ঈশ্বরদী; মোহাম্মদ হাদিউল ইসলাম, বেড়া মডেল থানা-আটঘরিয়া; শ্যামল কুমার দত্ত, কাজীপুর-চৌহালী; মো. শহিদুল ইসলাম, তাড়াশ-কাজীপুর; মো. হারুন-অর রশিদ, চৌহালী-রায়গঞ্জ; মো. নজরুল ইসলাম, উল্লাপাড়া-তাড়াশ, আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, রায়গঞ্জ-উল্লাপাড়া; মো. রেজাউল করিম, আদমদীঘি-শেরপুর; বাবু কুমার সাহা, শেরপুর-সোনাতলা; মো. সৈকত হাসান, সোনাতলা-ধুনট; মো. রবিউল ইসলাম, ধুনট-সারিয়াকান্দি; রাজেশ কুমার চক্রবর্তী, সারিয়াকান্দি-আদমদীঘি; মো. জাহিদুল হক, পাঁচবিবি-সদর থানা নওগাঁ; এসএম মাকসুদুর রহমান, বাকেরগঞ্জ-বাবুগঞ্জ; মো. আফজাল হোসেন, গৌরনদী-বাকেরগঞ্জ; মো. মাহাবুবুর রহমান, মুলাদী-বেতাগী; মো. নুরুল ইসলাম মজুমদার, রাঙ্গাবালী-দশমিনা; আনোয়ার হোসেন তালুকদার, দশমিনা-মহিপুর; মো. ফেরদৌস আলম খান, মহিপুর-গলাচিপা; শোনিত কুমার গায়েন, গলাচিপা-বাউফল; মো. আনোয়ারুল হক, দুলারহাট-তজুমদ্দিন; মো. শাহীন ফকির, ভোলা সদর মডেল-বোরহানউদ্দিন; মো. মাকসুদুর রহমান মুরাদ, তজুমদ্দিন-দুলারহাট; মো. মনির হোসেন মিয়া, বোরহানউদ্দিন-ভোলা সদর মডেল থানা; মো. হুমায়ুন কবির, নাজিরপুর-কাউখালী; মো. জাকারিয়া, কাউখালী-মুলাদী; আবির মোহাম্মদ হোসেন, পিরোজপুর সদর-ভান্ডারিয়া; মো. আসিকুজ্জামান, ভান্ডারিয়া-পিরোজপুর সদর; শাহ আলম হাওলাদার, পাথরঘাটা-নাজিরপুর; মো. আনোয়ার হোসেন, বেতাগী-ঝালকাঠি সদর; তুষার কুমার মণ্ডল, বাবুগঞ্জ-বামনা; মো. মাইনুল ইসলাম, বামনা-বানারীপাড়া; মো. শহিদুল ইসলাম, কাঁঠালিয়া-পাথরঘাটা; মো. নাসির উদ্দিন সরকার, ঝালকাঠি সদর-কাঁঠালিয়া; আনোয়ার হোসেন, কোতোয়ালি মডেল-গৌরনদী; মো. হেলাল উদ্দিন, এয়ারপোর্ট-বেতাগী; কেএম নজরুল, গোয়াইনহাট-মৌভীবাজার সদর; মো. রফিকুল ইসলাম, গোলাপগঞ্জ মডেল-গোয়াইনঘাট; গোলাম দস্তগীর আহমেদ, কানাইঘাট-কোম্পানীগঞ্জ; মাছুদুল আমিন, ওসমানীনগর-গোলাপগঞ্জ; রাশেদুল হক, চুনারুঘাট-ওসমানীনগর; মো. আব্দুছ ছালেক, কুলাউড়া-রাজনগর; সাইফুল আলম, জালালাবাদ-কমলগঞ্জ; মো. জাহাঙ্গীর হোসেন সরদার, শ্রীমঙ্গল-কানাইঘাট; বিনয় ভূষণ রায়, রাজনগর-শ্রীমঙ্গল; সঞ্জয় চক্রবর্তী, কমলগঞ্জ-বড়লেখা; মোহাম্মদ আলী মাহমুদ. কোতোয়ালি-কুলাউড়া; এসএম মাইন উদ্দিন, মোগলাবাজার-জুড়ী; মো. আমিনুল ইসলাম, শাল্লা-জগন্নাথপুর; মোহাম্মদ মিজানুর রহমান, জগন্নাথপুর-শাল্লা; মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ সদর মডেল-দিরাই; মো. খালেদ চৌধুরী, শান্তিগঞ্জ-সুনামগঞ্জ সদর মডেল; কাজী মোক্তাদির হোসেন, দিরাই-শান্তিগঞ্জ; মো. শামসুদ্দোহা, দক্ষিণ সুরমা-ধর্মপাশা; হিল্লোল রায়, কোম্পানীগঞ্জ-চুনারুঘাট; মো. আবুল খায়ের, শাহপরান-লাখাই; মো. মাহফুজার রহমান, কোতোয়ালি-কাউনিয়া; মো. মাসুমুর রহমান, পীরগাছা-গঙ্গাচড়া; সুশান্ত কুমার সরকার, কোতোয়ালি-পীরগাছা; মো. বজলুর রশীদ, চিরিরবন্দর-কোতোয়ালি; মো. দুলাল হোসেন, গংগাচড়া-হাকিমপুর; চিত্তরঞ্জন রায়, খানসামা-পার্বতীপুর; মো. আবুল হাসনাত খান, পার্বতীপুর-চিরিরবন্দর; মো. মোজাহারুল ইসলাম, রাজিবপুর-খানসামা; আব্দুল্লাহিল জামান, রাজারহাট-রৌমারী; মো. আশিকুর রহমান, নাগেশ্বরী-রাজীবপুর; মো. মোজাম্মেল হক, হারাগাছ-চিলমারী; মো. আবু ছায়েম মিয়া, হাকিমপুর-ঢুষমারা; মো. মোস্তাফিজুর রহমান, ঢুষমারা-রাজারহাট; রূপকুমার সরকার, রৌমাী-নাগেশ্বরী; মো. ফিরোজ কবির, সদর থানা-বালিয়াডাঙ্গী; মো. গুলফামুল ইসলাম মণ্ডল, রাণীশংকৈল-রুহিয়া; মো. খায়রুল আনাম, বালিয়াডাঙ্গী-পীরগঞ্জ; মো. সোহেল রানা, রুহিয়া-রাণীশংকৈল; এবিএম ফিরোজ ওয়াহিদ, হরিপুর-সদর থানা; মো. আব্দুল লতিফ শেখ, পীরগঞ্জ-হরিপুর; মো. মাহবুব আলম, সাদুল্যাপুর-সুন্দরগঞ্জ; মো. রাজিফুজ্জামান বসুনীয়া, হাজিরহাট-ফুলছড়ি; কেএম আজমিরুজ্জামান, সুন্দরগঞ্জ-সাদুল্যাপুর; মো. সাইফুল ইসলাম, সৈয়দপুর-হাতিবান্ধা; মাহমুদ-উন-নবী, ডোমার-আদিতমারী; আবু সাঈদ চৌধুরী, তেঁতুলিয়া-ডোমার; মো. শাহা আলম, হাতিবান্ধা-সৈয়দপুর; সুজয় কুমার রায়, বোদা-তেঁতুলিয়া; মো. মোজাম্মেল হক, আদিতমারী-বোদা; মো. মাহমুদুল হাসান, গৌরীপুর-মাদারগঞ্জ; রাজু আহাম্মদ, পাগলা-মেলান্দহ; মো. এমদাদুল হক, নালিতাবাড়ী-শেরপুর; মো. মনিরুল আলম ভূঁইয়া, ঝিনাইগাতী-নালিতাবাড়ী; বছির আহমেদ বাদল, শেরপুর-ঝিনাইগাতী; মুহাম্মদ মাহবুবুল হক, মাদারগঞ্জ-হালুয়াঘাট; সুমন চন্দ্র রায়, হালুয়াঘাট-গৌরীপুর; মোহাম্মদ মাইন উদ্দিন, ত্রিশাল-কোতোয়ালি মডেল; ফারুক আহম্মদ, গফরগাঁও-মুক্তাগাছা; মোহাম্মদ রাশেদুজ্জামান, নান্দাইল মডেল-ফুলবাড়ীয়া; মো. কামাল হোসেন, ভালুকা মডেল-ত্রিশাল; মো. আব্দুল মজিদ, মুক্তাগাছা-নান্দাইল মডেল; মো. শাহীনুজ্জামান খান, ফুলবাড়ীয়া-গফরগাঁও; মোহাম্মদ খায়রুল বাশার, খালিয়াজুরী-পাপলা; মোহাম্মদ শাহ কামাল আকন্দ, কোতোয়ালি-ভালুকা; মোহাম্মদ লুৎফুল হক, নেত্রকোনা মডেল-কলমাকান্দা; আবুল কালাম, কলমাকান্দা-নেত্রকোনা; মো. রফিকুল ইসলাম, মোহনগঞ্জ-বারহাট্টা; মোহাম্মদ তাওহীদুর রহমান, মদন-আটপাড়া; উজ্জ্বল কান্তি সরকার, আটপাড়া-মদন; খোকন কুমার সাহা, বারহাট্টা-খালিয়াজুরী; মো. দেলোয়ার হোসেন, মেলান্দহ-মোহনগঞ্জ।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম