Logo
Logo
×

প্রথম পাতা

৩৮ ঘণ্টা পর খুলল ইসির সার্ভার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

৩৮ ঘণ্টা পর খুলল ইসির সার্ভার

ফাইল ছবি

সাইবার হামলায় হ্যাকিংয়ের ভয়ে ৩৮ ঘণ্টা বন্ধ রাখার পর জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সার্ভার বুধবার দুপুর ২টার দিকে চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ১৪ আগস্ট রাত ১২টায় সার্ভার বন্ধ করা হয় বলে জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর। তিনি বলেন, আমরা প্রথমে দুঃখপ্রকাশ করছি যে কিছু সময়ের জন্য সার্ভারের মেনটেইন্যান্স (রক্ষণাবেক্ষণ) ও অন্যকিছু কারণের জন্য সার্ভার বন্ধ রেখেছিলাম। আনন্দের সঙ্গে জানাচ্ছি, সার্ভার আমরা ওপেন করে দিয়েছি।

দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে এনআইডি সার্ভারে। ১৭১টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এ সার্ভার থেকে তথ্য নিয়ে কাজ করে। সার্ভার বন্ধ থাকায় সব সেবাই বিঘ্নিত হয়।

সার্ভার বন্ধের আগে বিষয়টি কেন জানানো হয়নি-এমন প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, পাবলিকলি না জানিয়ে ১৭১টি প্রতিষ্ঠানকে জানানো হয়েছিল, যারা এখান থেকে সেবা নিয়ে থাকেন। পাবলিকলি জানালে এটা নিয়ে একটা প্যানিক সৃষ্টি হতে পারে, এ কারণে সবাইকে জানানো হয়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম