Logo
Logo
×

প্রথম পাতা

ধাক্কায় শিক্ষার্থীকে হত্যার পর শিশুকে পিষে মারল বাস

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ জুলাই ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ধাক্কায় শিক্ষার্থীকে হত্যার পর শিশুকে পিষে মারল বাস

রাজধানীর রামপুরা ব্রিজের ইউলুপ থেকে হাতিরঝিল সড়কে নামার সময় ভিক্টর পরিবহণের একটি বাসের ধাক্কায় জাহিদ হাসান (২৪) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় জনতার ধাওয়া খেয়ে বাসটি বেপরোয়া গতিতে হাতিরঝিল সড়কে ঢুকে সেখানেও এক প্রতিবন্ধী শিশুকে পিষে মেরেছে। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। পুলিশ বাসটি জব্দ করেছে। আটক করা হয়েছে হেলপারকে। আর চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

জানা যায়, নিহত জাহিদ হাসান চীনের নর্থ চায়না ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটির বিএসসি ইঞ্জনিয়ারিংয়ের ছাত্র ছিলেন। তিনি মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচরের মোদাচ্ছের আলীর ছেলে। ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিন ভাই, এক বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তার বড় ভাই ইমরান হোসেন বলেন, ২৫ আগস্ট তার চীন যাওয়ার কথা ছিল। বিকালে দুজন মিলে ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসা থেকে শপিং করার উদ্দেশ্যে বের হয়েছিলেন। রামপুরা ব্রিজের কাছে বাস থেকে নেমে গুলশান যাওয়ার জন্য তারা হাঁটছিলেন। এ সময় পেছন থেকে একটি বাস জাহিদকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকাল ৫টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সদরঘাট থেকে বাইপাইল রুটে চলাচল করে ভিক্টর ক্ল্যাসিক পরিবহণের বাস। কিন্তু রামপুরা ব্রিজ থেকে এই পরিবহণের একটি বাস নির্দিষ্ট রুটে না গিয়ে পূর্ব দিকে বনশ্রীর রাস্তায় ঢুকে যায়। এরপর ইউটার্ন নিয়ে রামপুরা টিভি সেন্টারের পাশের ইউলুপ হয়ে রাস্তার অপর পাশে যাওয়ার চেষ্টা করে। ইউলুপ থেকে নামার সময় একজনকে ধাক্কা দেয় বাসটি। এরপর পালানোর জন্য দক্ষিণ দিকের বাড্ডার রাস্তায় না গিয়ে ইউলুপের পশ্চিম দিকে হাতিরঝিলের রাস্তায় ঢুকে যায়। সেখানে চাপা দেয় প্রতিবন্ধী এক শিশুকে।

হাতিরঝিল থানার উপপরিদর্শক মো. মিজানুর রহমান যুগান্তরকে বলেন, বাসটি তার সঠিক রুটে না গিয়ে ইউলুপে চলে যায়। কেন এমন করল সেটা জানা যায়নি। ইউলুপে শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। তখন হাতিরঝিলের মুখেই ওই প্রতিবন্ধী শিশুটি তার মায়ের সঙ্গে ভিক্ষা করছিল। ওই শিশুটির ওপর বাসটি উঠিয়ে দেওয়া হয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। গাড়িচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতদের স্বজনরা থানায় এসেছেন, মামলা প্রক্রিয়াধীন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া যুগান্তরকে বলেন, লাশ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম