মিষ্টি : বিপণন পর্যায়ে মিষ্টিতে ১৫ শতাংশ ভ্যাট ছিল। এটি কমিয়ে সাড়ে ৭ শতাংশ করায় মিষ্টির দাম কমতে পারে।
এলইডি বাল্ব : এনার্জি সেভিং বাল্ব বানাতে ৭টি যন্ত্রাংশ আমদানিতে শুল্ক রেয়াতি সুবিধা দেওয়ায় এলইডি বাল্বের দাম কমতে পারে।
ওষুধ : ম্যালেরিয়া ও যক্ষ্মার ওষুধে উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি এবং ক্যানসার ও ডায়াবেটিসের ওষুধ উৎপাদনে কিছু কাঁচামালে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। তাই ম্যালেরিয়া, যক্ষ্মা, ক্যানসার ও ডায়াবেটিসের ওষুধের দাম কমতে পারে।
স্প্রেয়ার মেশিন : কৃষিকাজে ব্যবহৃত রাইস ট্রান্সপ্লান্টার, ড্রায়ার, স্প্রেয়ার মেশিন আগাম কর প্রত্যাহার করা হয়েছে। তাই এসব পণ্যের দাম কমতে পারে।
বিদেশি পোশাক : নারী-পুরুষের বিদেশি পোশাক যেমন স্পোর্টসওয়্যার, ট্রাউজার, জ্যাকেট, উলের তৈরি শাল, স্কার্ফের দাম কমার সম্ভাবনা আছে।
এসব পণ্য আমদানিতে সংরক্ষণমূলক শুল্ক প্রত্যাহার করা হয়েছে।
কনটেইনার : আমদানি ও রপ্তানিতে ব্যবহৃত কনটেইনার ব্যবসাকে উৎসাহ দিতে চায় সরকার। এ জন্য কনটেইনার আমদানিতে করভার কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। আগে শুল্ক-কর ছিল ৩১ ও ৩৭ শতাংশ।