আজ ব্রিটেনের রাজা চার্লসের অভিষেক
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ব্রিটেনের ৪০তম রাজা হিসাবে তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক অভিষেক হচ্ছে শনিবার। লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে সীমিত তবে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজার এ অভিষেক অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্য দিয়ে মা দ্বিতীয় এলিজাবেথের উত্তরসূরি হিসাবে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ সিংহাসনে আরোহণ করছেন তিনি। ডেইলি মেইল, বিবিসি, স্কাই নিউজ।
এ অভিষেকের প্রাক্কালে শুক্রবার অনুষ্ঠানের অনুশীলনের জন্য ওয়েস্টমিনস্টার অ্যাবেতে উপস্থিত হয়েছিলেন রাজা তৃতীয় চার্লস, কুইন কনসর্ট ক্যামিলা এবং প্রিন্স উইলিয়াম। শনিবারের এ অনুষ্ঠানকে ঘিরে শুক্রবার থেকেই ওয়েস্টমিনস্টার অ্যাবেতে সাঁজ সাঁজ অবস্থা বিরাজ করছে। ৭০ বছরের মধ্যে প্রথম এ অভিষেক সরাসরি দেখতে সেন্ট্রাল লন্ডনের মল, হোয়াইট হল এবং পার্লামেন্ট স্কোয়ার ঘিরে হাজার হাজার জনতা এবং রাজপরিবারের ভক্ত-শুভাকাঙ্ক্ষী ভিড় করবেন বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সময় সকাল ১১টায় অভিষেকের আনুষ্ঠানিকতা শুরুর আগে রাজাকে বহনকারী গাড়িবহর বাকিংহাম প্রাসাদ থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবে অভিমুখে যাত্রা শুরু করবে। অভিষেক অনুষ্ঠানের পরপরই ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে প্রাসাদ অভিমুখে অভিষেক মিছিলের আয়োজন করা হবে। বিকালে রাজা এবং রানি বাকিংহাম প্রাসাদের ব্যালকনি থেকে জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানাবেন।
১৯৫৩ সালে রানী দ্বিতীয় এলিজাবেথের অভিষেক অনুষ্ঠান থেকে অনেকটাই ‘ছোট পরিসরে’ চার্লসের এ অভিষেকের আয়োজন করা হয়েছে। রানির অভিষেকের অনুষ্ঠানে বিদেশি অতিথি ছিলেন ৮ হাজার। অনুষ্ঠান চলছিল ৩ ঘণ্টারও বেশি সময় ধরে। আর এবার প্রায় ২ হাজার বিদেশি অতিথিকে অভিষেকে যোগ দেওয়ার জন্য নিমন্ত্রণ করা হয়েছে বলে বাকিংহামের বিবৃতিতে জানানো হয়েছে। অনুষ্ঠানের দৈর্ঘ্যও এক ঘণ্টা বেঁধে দেওয়া হয়েছে।
রানি দ্বিতীয় এলিজাবেথ গত বছরের সেপ্টেম্বরে মারা যাওয়ার পর চার্লস রাজার দায়িত্ব গ্রহণ করেন। ব্রিটিশ রাজা কমনওয়েলথেরও প্রধান। ৫৬টি স্বাধীন রাষ্ট্র নিয়ে গঠিত কমনওয়েলথভুক্ত দেশগুলোর জনসংখ্যা প্রায় ২৫০ কোটি। শনিবার তৃতীয় চার্লস অভিষেকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, ব্রাহামাস, বেলিজ, গ্রেনাডা, জ্যামাইকা, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, টুভালো, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাদাইনসের রাজারও দায়িত্ব নিচ্ছেন।
কী হবে অভিষেক অনুষ্ঠানে : ওয়েস্টমিনস্টার অ্যাবের এই অভিষেক অনুষ্ঠানে রাজা ও কুইন কনসর্টকেও মুকুট পরানো হবে। এই অভিষেক অনুষ্ঠান মূলত অ্যাংলিকান খ্রিষ্টানদের একটি ধর্মীয় সভা যা আর্চবিশপ অব ক্যান্টারবারি পরিচালনা করে থাকেন। এ সময় রাজার মাথায় ও হাতে ‘পবিত্র তেল’ লেপন করা হয় এবং রাজকীয় প্রতীক হিসাবে তিনি রাজদণ্ড ও রাজগোলক গ্রহণ করেন। অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে আর্চবিশপ রাজা তৃতীয় চার্লসের মাথায় সেন্ট এডওয়ার্ডের মুকুট পরিয়ে দেবেন। এটি মূলত ১৬৬১ সালে তৈরি করা একটি স্বর্ণের মুকুট।
অভিষেকে কারা থাকছেন, কারা থাকছেন না : রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেক বিশ্বনেতা উপস্থিত থাকছেন। বিশ্বের ১০০ দেশের রাষ্ট্রপ্রধানসহ ২০৩ টি দেশের প্রতিনিধি এ অভিষেকে যোগ দিলেও রাজ পরিবারেরই অনেক সদস্য এ অনুষ্ঠানে থাকছেন না।
বিশ্বনেতাদের মধ্যে রাজা চার্লসের অভিষেকে থাকছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, জার্মানির প্রেসিডেন্ট ফ্রাংক-ওয়াল্টার স্টেইনমায়ার, পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং প্রমুখ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, তার স্ত্রী অক্ষতা মূর্তিসহ মন্ত্রিসভার সদস্যরাও এতে উপস্থিত থাকবেন।
অন্য রাজপরিবারগুলোর মধ্যে জাপানের সম্রাট নারুহিতো এবং সম্রাজ্ঞী মাসাকো, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও রানি লেতিসিয়া, যুবরাজ ফ্রেদেরিক এবং ডেনমার্কের ক্রাউন প্রিন্সেস মেরিসহ বিভিন্ন দেশের রাজপরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে।
তবে রাজা তৃতীয় চার্লসের অভিষেকে উপস্থিত থাকছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। অনুষ্ঠানে তার প্রতিনিধিত্ব করবেন স্ত্রী জিল বাইডেন।
অভিষেকে উপস্থিত না থাকা ব্যক্তিদের মধ্যে সবচেয়ে আলোচিত ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সন্তানদের নিয়ে থাকবেন। অবশ্য কয়েক মাসের দরকষাকষির পর অনুষ্ঠানে উপস্থিত থাকতে ২৪ ঘণ্টার জন্য ব্রিটেন সফরে আসতে রাজি হয়েছেন প্রিন্স হ্যারি।