Logo
Logo
×

ফিচার

এখনো স্মৃতিতে উজ্জ্বল সালমান শাহ

Icon

তারা ঝিলমিল প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢালিউডের ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ। মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমা ও বেশ কিছু নাটকে অভিনয়ের মধ্য দিয়ে হয়ে উঠেছিলেন তারুণ্যের প্রতীক। আজ সেই অমর নায়ক সালমান শাহর জন্মদিন। বেঁচে থাকলেও ৫৩তম জন্মদিন পালন করতেন তিনি। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন এ নায়ক। তিনি ছিলেন পরিবারের বড় ছেলে। নাম শাহরিয়ার চৌধুরী ইমন। সিনেমায় আসার পর থেকেই তিনি সবার কাছে সালমান শাহ নামেই পরিচিত ছিলেন। মাত্র ২৫ বছরেই পৃথিবীর মায়া ত্যাগ করে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পাড়ি জমান না ফেরার দেশে। অথচ এখনো কী বিস্তৃত প্রভাব তার। মৃত্যুর এত বছর পরও তার তারকাখ্যাতি সমুজ্জ্বল। দর্শকের হৃদয়ের মণিকোঠায় তার নামটি আজও জ্বলজ্বলে। অনেকে মনে করেন, অল্প সময়ের জন্য এসেছিলেন বলেই এত দ্যুতি ছড়াতে পেরেছিলেন সালমান, কেটে গেছেন দাগ। যে দাগ তার প্রস্থানের টানা এত বছর পরও উজ্জ্বল। তার অনুপস্থিতি আর অকাল প্রস্থান আজও পোড়াচ্ছে অগণিত ভক্তের মন। তাকে বলা হয় ৯০ দশকের শ্রেষ্ঠ নায়ক। টেলিভিশনেও তার অভিনীত বেশ কিছু নাটক জনপ্রিয়তা পায়। সালমান শাহ তার অসাধারণ অভিনয়, সুদর্শন চেহারা, আকর্ষণীয় ব্যক্তিত্ব ও সর্বমহলে গ্রহণযোগ্যতার জন্য অত্যন্ত জনপ্রিয় ও প্রভাবশালী ছিলেন যা তার মৃত্যুর পরও বজায় আছে। তার পেশাগত অর্জন, ব্যক্তিগত জীবন, শৈল্পিক সম্ভাবনা, অকাল মৃত্যু এবং আকাশচুম্বী জনপ্রিয়তা সব সময় আলোচনার বিষয় হয়ে এসেছে। সিনেমা বিশেষজ্ঞরা মনে করেন, তার সাবলীল অভিনয়, শারীরিক ভাষা, চরিত্রগুলোর সঙ্গে মিলিয়ে করা স্টাইল এবং ফ্যাশন-সচেতনতা আধুনিকতার ছোঁয়ায় তার সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম