
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ০৪:০২ পিএম

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
শিল্পী পাবলো পিকাসোর নাম কে না জানে! জগৎবিখ্যাত চিত্রশিল্পী তিনি। তার বাড়িতে একবার এক অতিথি এলেন। পিকাসোর বাড়ি বলে কথা! আগত অতিথি তাই শিল্পীর বাসা কেমন তা দেখার লোভ সামলাতে পারলেন না।
তিনি পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখলেন। আর অবাক হয়ে লক্ষ করলেন, পিকাসোর বাড়িতে বিচিত্র ধরনের জিনিসপত্র থাকলেও কোথাও তার নিজের আঁকা কোনো চিত্রকর্ম নেই!
অতিথি বেশ অবাক হলেন। তিনি অবাক কণ্ঠে শিল্পীকে জিজ্ঞেস করলেন, ‘ব্যাপার কী, বলুন তো মশাই? বাড়িতে আপনার নিজের আঁকা কোনো চিত্রকর্মই দেখতে পাচ্ছি না?’
রসিক পিকাসো মুচকি হাসলেন। তারপর বললেন, ‘আমার এত টাকা কি আছে যে বাসায় পিকাসোর ছবি রাখব? তার একেকটা ছবির যা দাম!’