Logo
Logo
×

ফিচার

অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর

Icon

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রেম করে বিয়ে করা ভালো, নাকি বিয়ে করে প্রেম

করা ভালো?

সুদীপ্ত কুমার দাস

মধুবাগ, ঢাকা

প্রেম-বিয়ে কোনোটাই ভালো না! এসব থেকে দূরে থাকবেন। মৃত্যুর সময় ছেলে-মেয়েকেও ডেকে দূরে থাকতে বলে যাবেন!

একজন মানুষের যদি তিনটি

পা থাকতো, তাহলে কী

হতো বলুন তো?

মাহির তাজওয়ার

সদর, ভোলা

একসঙ্গে হাঁটাও যেত, দৌড়ানোও যেত! মানে একটা দিয়ে দৌঁড়াত আর অন্য দুইটা দিয়ে একই সময় হাঁটাহাঁটি করত!

আচ্ছা, যদি মধ্যাকর্ষণ শক্তি লোপ পায় তাহলে আমরা কোথায় গিয়ে পড়ব?

মো. মিজানুর রহমান

স্বরূপকাঠি, পিরোজপুর

তখন আর কোথাও গিয়ে পড়তে হবে না। হয় মাঝ আকাশে

ঝুলে নয়তো আরও উপরে

উঠে দুনিয়া দেখতে হবে তখন!

আমাদের দেশে হবে সেই

মানুষ কবে? বলুন তো, কোন মানুষের কথা বলছি?

নাঈমা ইসলাম

ময়নামতি, কুমিল্লা

যে মানুষ অবান্তর প্রশ্নের উত্তর বিচ্ছুর বিস’র কাছে না চেয়ে নিজের প্রশ্নের নিজেই উত্তরটা দিতে পারবে সে মানুষ।

মহা অবান্তর প্রশ্ন

আচ্ছা, কান টানলে যদি মাথা আসে, তাহলে মাথা টানলে কী আসে বলুন তো?

সৌরভ মাহমুদ, আগ্রাবাদ, চট্টগ্রাম

মাথা টানলে কান আসে!

প্রশ্ন পাঠান এই ঠিকানায়

বিভাগীয় সম্পাদক : অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর, বিচ্ছু, দৈনিক যুগান্তর ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯

মেইল : bicchoojugantor@gmail.com

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম