Logo
Logo
×

ফিচার

আসিতেছে! আসিতেছে!! আসিতেছে!!!

বিচ্ছুর ১০০০ তম সংখ্যা

Icon

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হ্যাঁ ভাই, আসিতেছে! আসিতেছে! কিন্তু কী আসিতেছে? এই রে, ভুলে গেছি! দাঁড়ান, একটু মনে করে নিই। কী যেন আসিতেছে! কী যেন আসিতেছে! ইউরেকা! মনে পড়েছে। বিচ্ছুর ১০০০ তম সংখ্যা আসিতেছে! ২ যুগ আগে হুল ফোটাতে ফোটাতে যাত্রা শুরু হয়েছিল বিচ্ছুর। ২ যুগ পেরিয়ে ১০০০ তম সংখ্যার মাইল ফলক এখন বিচ্ছুর সামনে। আর মাত্র কয়েকটি সংখ্যা। তারপরই ১০০০ তম সংখ্যা! হুররে...

প্রিয় পাঠক, বিচ্ছুর ১০০০ তম সংখ্যাটি প্রকাশ করতে চাই আপনাদের লেখা এবং কার্টুনে। এখনই লিখতে বসুন। লিখে ফেলুন আপনার সেরা লেখাটি। শুধু লিখলেই হবে না, পাঠাতে হবে কার্টুনও। মানে যারা কার্টুন আঁকতে চান তারা মজার সব কার্টুন বা ব্যাঙ্গচিত্র পাঠিয়ে দিন বিচ্ছুর ঠিকানায়। আমরা বাছাই করে আপনাদের পাঠানো সেরা লেখা এবং কার্টুন প্রকাশ করব বিচ্ছুর ১০০০ তম সংখ্যায়। যারা মতামত বা অভিযোগ পাঠাতে চান তারাও সানন্দে তা লিখে পাঠিয়ে দিন। আমরা তাতে মাইন্ড করব না। সুতরাং বিচ্ছু সম্পর্কে আপনাদের যত মতামত আছে, যত অভিযোগ আছে সব লিখুন হাত খুলে। মনে রাখবেন, বিচ্ছুর ১০০০ তম সংখ্যায় আমরা অপেক্ষায় আছি আপনার সেরা লেখা বা কার্টুনের। প্রতিভা প্রকাশের এ সুযোগ হেলায় হারাবেন না।

লেখা পাঠানোর ঠিকানা

বিভাগীয় সম্পাদক, ১০০০ তম সংখ্যা

বিচ্ছু, দৈনিক যুগান্তর

ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯

মেইল : bicchoojugantor@gmail.com

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম