
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ পিএম

রেবেকা ইসলাম
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
পাঁচ দফা, সাত দফা দাবি আর দাবি
ন্যায্য, আবার কেউ বলে হাবিজাবি।
মেনে নাও, নয় তালা নিয়ে নাও চাবি
রাস্তায় বসে বধূ, শুয়ে আছে হাবি।
সারাদেশ মেতে আছে, যেইখানে যাবি
মিছিলে আটকে থেকে, কোথায় পালাবি?
দাবিনদে সরকার খাইতেছে খাবি
এতদিন কই ছিলো মনে মনে ভাবি।