
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ০৪:৫৯ পিএম

লেখা : সত্যজিৎ বিশ্বাস * আঁকা : কাওছার মাহমুদ
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
দখল, দলবাজি, চাঁদাবাজি এসব নিয়ে কী বলবেন?
নতুন করে কিছু বলার নাই। পুরোনো ঐতিহ্য ধরে রাখতে হবে তো!
তোরে বাতেন সাবের বাসায় পাঠাইলাম চান্দা আনতে, এইডা কী লইয়া আইলি?
চান্দা চাইতেই এইডা হাতে ধরাইয়া দিয়া কইল- এই লও চান্দা!
ওস্তাদ, ল্যাংড়া কুদ্দুইচ্যারে দিলেন ওভারব্রিজের ডাইন মাথায়, আন্ধা আক্কাইচ্যারে দিলেন বাম মাথায়, আর আমারে দিলেন রাস্তায়?
কুদ্দুইচ্যা, আকাইচ্চ্যা কয়ডা বান্ডিল দিছে আর তুই কয়ডা দিছস?
আমরা কাঁচকলা সাহিত্য সংসদ থেকে এসেছি। একটা লাইব্রেরি করব, চাঁদা দেন।
এগুলো আমারই লেখা। আরও অনেক স্টকে আছে। দেব? লাগলে লজ্জা করবেন না প্লিজ।
আমি কিন্তু ঘুস খাই না।
ঘুস হবে কেন? এগুলো তো আমার পুকুরের তাজা ইলিশ। স্যার কি ইলিশ খান না?