
প্রিন্ট: ২৮ এপ্রিল ২০২৫, ০৮:২৬ পিএম
মানুষের চলে যাওয়া

কামরুল ইসলাম
প্রকাশ: ১৬ জুন ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
তুমি চলে গেলে-মানুষকে চলে যেতে দেখি
ফুল পাখি সবুজ আর পাহাড় পেরিয়ে-
মানুষের ইতিহাস বিলীন হতে দেখি
প্রতি বর্ষায় ঘন সবুজ বনে-
জারুলে ফুটে তোমার আনন্দ দেখেছি
তোমার বিষাদে আকাশ মেঘে কালো করেছি
বৃষ্টিতে কেঁদে ভাসিয়েছি এই চরাচর
এখন তোমার সাথে মানুষের চলে যাওয়া দেখি