Logo
Logo
×

ঈদ আয়োজন

অবুঝ বালক

Icon

আসিফ নূর

প্রকাশ: ১৬ জুন ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বালক ঘুড়ি ওড়াবে-নাটাই-সুতো কোনোটাই নেই,

তবু সে দিবাস্বপ্নে ইচ্ছের রং নাচায় আকাশপাড়ায়।

অন্য ঘুড়িদের সাথে পাঞ্জা লড়ার খুব সখ তার,

মাঞ্জাদেয়া সুতোর ধার কখনো ছুঁয়েনি তো আঙুলে।

বালক ঘুড়ি ওড়াবে-মাঠ-ছাদ একটাও নেই!

ঘুড়িযুদ্ধে খেলোয়াড়ের খোলা জায়গা দরকার, জানে না সে

সুতোটানা সুতোছাড়া খেলায় সামনে পেছনে ছুটতে হয়;

কাটাকাটির বাজিতে ডানেবাঁয়ে নড়েচড়ে ঘাই মারতে হয়।

বালক তবু ঘুড়ি ওড়াবেই-মেঘবৃষ্টির যত ভয় বুকে,

প্রতিদিন হাওয়া খায়; বোঝে না যে বাতাসের উজানসুজান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম