Logo
Logo
×

ঈদ আয়োজন

কবিতা

শেষ বিচার

Icon

রেজাউদ্দিন স্টালিন

প্রকাশ: ১৬ জুন ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সময় এক সোনালি ঈগল

অনেক উঁচু থেকে সে দেখে

পাথুরে মাছ আর মর্মাহত খরগোশ

তীব্র খরস্রোতে শুয়ে আছে নারী ও শিশু

অনবরত ভেঙেযাওয়া বাঁধ

সারাচ্ছে পুরুষ

ইঁদুর পেঁচার অমর পাঁচালি

শুনছে রাজমিস্ত্রী ছুতোর কামার

নূহের নৌকা থেকে এখনো

যারা নামেনি তাদের অভিশাপ দিচ্ছে পাওনাদার

ভাঙা গাছের কোমরে হাত বুলাচ্ছে কাঠঠোকরা

ব্যথার চূড়ায় ছটফট করছে

একটা ক্রুশবিদ্ধ ঘাসফড়িং

সক্রেটিসের মতো একটা লোক

ছাত্রদের খেতে দিচ্ছে মেয়াদোত্তীর্ন আপেল

যা নিউটন গাছের নিচে কুড়িয়ে পেয়েছিলো

প্রত্যেক ক্রিয়ার সমান ও

বিপরীত প্রতিক্রিয়ার কথা এখনো

স্বীকার করেননি প্লেটো

কবি স্যাফোর প্রশংসায় তিনি পঞ্চমুখ

পৃথিবী ঘুরছে আর তার মাথায়

ঠোক্কর দিচ্ছে গ্যালিলিও

শিউরে উঠছে সূর্য

মৃত নক্ষত্রের সৎকার করছে মিকাইল

সার্সি আয়োজিত অনুষ্ঠানে

ইউলিসিস শপথ নিচ্ছে সে আর

ইথাকায় ফিরবে না পেনোলপির কাছে

কুরুক্ষেত্রের যুদ্ধ থামাতে স্বয়ং

যিশু এসেছেন সম্পূর্ণ নগ্ন

সদোম নগরীতে গর্ভবান পরুষেরা

তাড়িয়ে দিচ্ছে নারীদের

পিঁপড়েরা হয়েছে রেলগাড়ি

তারা গাজায় খাদ্য পৌঁছুবে শিশুদের

স্তালিনের ভোজসভায় ভোদকায় বেহেড হিটলারের

শেষ পরিকল্পনা পাঠ করছেন মহাত্মা গান্ধী

এখন সর্বনাশের জয়োল্লাস

নেতানিয়াহু নামাজ আদায় করছেন মক্কায়

ফাউস্ট সময়কে সাবধান করছেন-

আয়ু ফুরিয়ে আসছে

খসে পড়ছে তোমার ডানা

শুকিয়ে যাচ্ছে দৃষ্টি

এখনই ভেঙে ফেলতে হবে তোমার নখর

তবু হ্যামলেট অপেক্ষা করছে রাজা আসবেন

তবু এক মিনার অপেক্ষা করছে

ইমামের অবতরণের

শেষ বিচারের ভয়ে সময় তার ধারালো ঠোঁটে উড়িয়ে নিয়ে যাচ্ছে পৃথিবীকে মহাশূন্য থেকে

আরেক মহাশূন্যের দিকে

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম