
প্রিন্ট: ২৮ এপ্রিল ২০২৫, ০৯:২৭ পিএম
মহৎ মানুষ

রেশমা হাওলাদার
প্রকাশ: ২৮ জুন ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
মানুষের মাঠ, সবুজ মাঠে হাসে ঘাস
গরু আর ছাগলের আনন্দে...
তারা একসাথে খায়, চলে বন্ধু হয়ে
ঈদের পরের দিন থেকে-
কোরবানির রক্ত পরিষ্কার করবে মানুষ
মেঘে রোদে অন্ধকারে খেলা শেষে
... পশুরা জানবেও না
এই মহৎ মনুষেরা আবারও তাদের-
রক্ত ময়লা পরিষ্কার করবে মহা আনন্দে।