Logo
Logo
×

সম্পাদকীয়

সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র

মোকাবিলায় বিশেষভাবে সতর্ক থাকতে হবে

Icon

সম্পাদকীয়

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র

ছবি: সংগৃহীত

দেশে বহুদিন ধরে বাম ধারার রাজনৈতিক দলগুলোর তৎপরতা খুব একটা দৃশ্যমান না হলেও অন্তর্বর্তী সরকার গঠনের পর চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধের ইস্যু সামনে রেখে হঠাৎ সক্রিয় হয়ে উঠেছে তারা। এসব রাজনৈতিক দল এবং তাদের সহযোগী সংগঠনগুলোর এমন তৎপরতা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। জানা যায়, বামদের ওপর ভর করে দেশকে অস্থিতিশীল করার মাস্টার প্ল্যান তৈরি করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্রে নেপথ্যে কলকাঠি নাড়াচ্ছে প্রতিবেশী একটি রাষ্ট্র। লক্ষ করা যাচ্ছে, বহুদিন পর ফের সক্রিয় হয়ে উঠেছে গণজাগরণ মঞ্চের সেই কুশীলবরাও, যারা প্রায় নিয়মিত বিভিন্ন স্থানে সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করে যাচ্ছে। এসব সংগঠনের কর্মসূচিতে যোগ দিচ্ছে আওয়ামী লীগের দোসররা। বিশ্লেষকদের মতে, মূলত মুখে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেও বাস্তবে বেশিরভাগ বাম দল একে অপরের পরিপূরক। এজন্য বাম দলগুলোকে আওয়ামী লীগের বি-টিম হিসাবেও চিহ্নিত করা হয়। অতীতে আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন ইস্যুতে তাদের জোটবদ্ধ আন্দোলনের বহু নজিরও রয়েছে। আওয়ামী লীগ এবং বাম দলগুলোকে দিয়ে প্রতিবেশী রাষ্ট্র নানা কৌশলে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে থাকে। বর্তমানে আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে পড়ায় বাম সংগঠনগুলোকে বিভিন্ন ইস্যুতে মাঠে নামানোর কৌশল অবলম্বন করেছে সেই প্রতিবেশী রাষ্ট্রটি।

গত বছরের জুলাই-আগস্টজুড়ে দেশব্যাপী গড়ে ওঠা কোটাবিরোধী আন্দোলন এবং পরবর্তী একদফা দাবির আন্দোলনে বাম ধারার রাজনৈতিক দলগুলোর দেখাই মিলেনি। সেই বামরাই হুট করে এখন রাজপথে অতিমাত্রায় সক্রিয়! বিশ্লেষকদের মতে, দেশের বাম ধারার রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি বেশ পুরোনো। তাদের বিরুদ্ধে সুবিধাবাদী রাজনীতি করার অভিযোগও প্রতিষ্ঠিত। কোনো কোনো বিশ্লেষকের দাবি, দেশের বাম ধারার রাজনৈতিক দলগুলোকে ঢালাওভাবে মূল্যায়ন করা ঠিক হবে না। তবে দেশের বামপন্থি অনেক দলের সঙ্গে আওয়ামী লীগের পুরোনো ও ঐতিহাসিক সখ্য রয়েছে। সুবিধাবাদী রাজনীতির অংশ হিসাবে তারা আওয়ামী লীগের লেজুড়বৃত্তি করেছেন, কেউ কেউ আওয়ামী লীগের বদান্যতায় মন্ত্রী-এমপিও হয়েছেন। নানা ধরনের সুযোগ-সুবিধাও নিয়েছেন তারা। আমরা মনে করি, ফ্যাসিস্টদের পাশাপাশি তাদের দোসরদের অপতৎপরতার বিষয়েও সরকারকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। সরকারের বিরুদ্ধে দেশের ভেতরে ও বাইরে যত ধরনের ষড়যন্ত্রের আশঙ্কা রয়েছে, সব বিষয়ে সরকারকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম