Logo
Logo
×

সম্পাদকীয়

ফ্যাসিস্টদের নতুন হুংকার

ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের বিকল্প নেই

Icon

সম্পাদকীয়

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফ্যাসিস্টদের নতুন হুংকার

ফাইল ছবি

বেশ কিছুদিন ধরেই লক্ষ করা যাচ্ছে, আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশবিরোধী ষড়যন্ত্রে সক্রিয় হওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিষয়টি উদ্বেগজনক। জানা যায়, সারা দেশে ওয়ার্ড পর্যায়ে অরাজকতা তৈরির জন্য দেওয়া হচ্ছে বিশেষ নির্দেশনা। এসব অপকৌশল বাস্তবায়নে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে গণ-অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে। দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিজ কর্মী-সমর্থকদের প্রস্তুত থাকার নির্দেশনা দিচ্ছেন-তার এমন একটি অডিও রেকর্ড সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

প্রশ্ন হলো, পতিত ফ্যাসিস্টের দোসররা এমন সাহস পায় কোথায়? কে বা কারা পেছন থেকে এসব কাজে তাদের ইন্ধন দিয়ে যাচ্ছে, তা খতিয়ে দেখা উচিত। জাহাঙ্গীর আলমের এমন তৎপরতার বিষয়ে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা বলছেন, আত্মগোপনে থাকা পতিত ফ্যাসিস্টরা দেশের অভ্যন্তরে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। ফ্যাসিস্টের দোসরদের এসব অপকর্ম ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করা প্রয়োজন।

আত্মগোপনে থাকা জাহাঙ্গীর আলমকে ১১ মিনিট ৯ সেকেন্ডের ওই অডিও রেকর্ডে বলতে শোনা যায়, ‘পৃথিবীর কোনো শক্তি আমাদের বাড়ির মধ্যে গুছিয়ে দেবে না। আমাদের নেতা (শেখ হাসিনা) তার কাজ তিনি করছেন। আমাদের যে কাজ, তা আমাদেরই করতে হবে।’ গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র আরও বলেছেন, ‘আমরা ১ লাখ মানুষ যদি একসঙ্গে হই, কোনো শক্তিই আমাদের দমাতে পারবে না।’

আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের এসব তৎপরতার বিষয়ে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ ছাত্রনেতারা বলছেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। বিদেশে থেকে তারা দেশকে সংকটের দিকে ঠেলে দিতে চাচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা মনে করেন, সবার ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের এসব অপকর্ম প্রতিহত করতে হবে।

বস্তুত দেশে বর্তমানে যে অস্থিরতা ও নৈরাজ্য চলছে, এর পেছনে রয়েছে ভারতের বিভিন্ন অঞ্চলে পালিয়ে থাকা গত ফ্যাসিস্ট সরকারের রাঘববোয়ালরা। ফ্যাসিস্ট ও তাদের দোসররা ভারতে অবস্থান করে ঢাকাসহ সারা দেশের শীর্ষ সন্ত্রাসী ও ভাড়াটে কিলারদের সঙ্গে যোগাযোগ রাখছে। তাদের অপতৎপরতায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নিষিদ্ধ চরমপন্থি দলগুলো সক্রিয় হয়ে পড়েছে। ভারতে অবস্থানরত মামলাভুক্ত আসামিদের যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া দরকার। একইসঙ্গে ফ্যাসিস্টদের অপতৎপরতা রোধে আরও কঠোর হতে হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম