Logo
Logo
×

সম্পাদকীয়

সড়কে থামছে না মৃত্যুর মিছিল, দ্রুত শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ কাম্য

Icon

সম্পাদকীয়

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সড়কে থামছে না মৃত্যুর মিছিল, দ্রুত শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ কাম্য

অব্যবস্থাপনার কারণে দীর্ঘদিন ধরেই দেশের প্রধান সড়কগুলো মৃত্যুকূপে পরিণত হয়ে রয়েছে। গত বৃহস্পতি ও শুক্রবার সড়ক দুর্ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার যুগান্তরে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, তাদের মধ্যে ঢাকার ধামরাইয়ে বৃদ্ধ, রাজশাহীতে সেনাসদস্যসহ তিনজন, ময়মনসিংহে দুই যাত্রী এবং হবিগঞ্জে দুই চালক রয়েছেন। বস্তুত, চালক ও যাত্রী উভয়ের অসচেতনতা, নিয়ম পালনে অনীহার কারণে সড়কে যে শৃঙ্খলার অভাব দেখা দিয়েছে, তারই বলি হতে হচ্ছে সবাইকে। এসব মৃত্যু আমাদের বারবার স্মরণ করিয়ে দিচ্ছে, সড়কে শৃঙ্খলা না ফেরাতে পারলে এ পরিণতি আমাদের যে কারও হতে পারে। পরিতাপের বিষয়, পরিবহণ মালিক-শ্রমিক, যাত্রী থেকে শুরু করে কর্তৃপক্ষের কেউ-ই বিষয়টিকে তেমন একটা আমলে নিচ্ছেন না। ফলে সড়কে মৃত্যু থামছে না। অমূল্য জীবন ঝরে যাচ্ছে, স্বজনরা হারাচ্ছেন তার প্রিয়জনকে।

রাজধানীসহ দেশের সড়ক-মহাসড়কগুলোয় যানবাহন চলাচলে আদতে কোনো শৃঙ্খলা না থাকার কারণেই প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। বিষয়টি আমরা সবাই জানি; কিন্তু নিজেরাও মানি না, কর্তৃপক্ষকেও উদ্যোগী হতে দেখি না। এর ওপর সড়ক-মহাসড়কে নতুন সমস্যা হিসাবে যুক্ত হয়েছে ব্যাটারিচালিত রিকশা। বেপরোয়া গতির এ যানবাহনের কারণে সড়কে দুর্ঘটনার সংখ্যা আরও বেড়েছে। অবশ্য কোথাও কোথাও সড়কে শৃঙ্খলা ফেরাতে নানাভাবে চেষ্টা চালাচ্ছে ট্রাফিক পুলিশ। মামলা হচ্ছে, জরিমানা করা হচ্ছে, চলছে ডাম্পিং, রেকারিং। কিন্তু সাধারণ চালক-যাত্রীর নিয়ম না মানার মনোভাব আর কর্তৃপক্ষের সার্বিক প্রচেষ্টার অভাবে কিছুতেই যেন কিছু হচ্ছে না। এ অবস্থা যে চলতে পারে না, তা বলাই বাহুল্য।

বিগত সরকারের আমলে বিআরটিএসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর অনিয়ম-দুর্নীতির কথা আর নতুন করে বলার নেই। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর নানা খাতে সংস্কারকার্য শুরু করেছে। এমন অবস্থায় পরিবহণ খাতে নৈরাজ্য বন্ধ, সড়কে মেয়াদোত্তীর্ণ ও ত্রুটিমুক্ত যানবাহন তুলে দিয়ে মানসম্মত যানবাহন নামাতে পরিবহণ মালিকদের বাধ্য করা, চালকসহ সংশ্লিষ্টদের যথাযথ প্রশিক্ষণ ও পরীক্ষার মাধ্যমে কাজের অনুমতি প্রদান, যাত্রীসাধারণকে সড়কে সঠিকভাবে চলাচলে বাধ্য করা; ব্যত্যয় ঘটলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়ার মতো বিষয়গুলো এখন সময়ের দাবি। আমরা দেখার অপেক্ষায় আছি, রাজধানীসহ দেশের সড়কগুলোয় যে অব্যবস্থাপনা বিরাজমান, কত দ্রুত এ বিশৃঙ্খল পরিস্থিতির উন্নতি ঘটে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম