Logo
Logo
×

স্বপ্নদ্রষ্টার স্মরণে

কর্মে কৌলীন্যে অনন্য এক জীবন

Icon

যুগান্তর

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কর্মে কৌলীন্যে অনন্য এক জীবন

১.     যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মো. নুরুল ইসলামের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন তৎকালীন দুদক কমিশনার (বর্তমানে মহামান্য রাষ্ট্রপতি) 
মো. সাহাবুদ্দিন

২.    গণভবনে ২০১৪ সালের ১৯ জুলাই পেশাজীবীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন বিশিষ্ট শিল্পপতি ও যমুনা গ্রুপের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম 

৩.     যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে ২০১৪ সালের ৯ মার্চ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদের সঙ্গে যমুনা গ্রুপের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম

৪.     প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করছেন বিশিষ্ট শিল্পপতি মো. নুরুল ইসলাম। চেক গ্রহণ করছেন প্রধানমন্ত্রীর তৎকালীন মুখ্য সচিব (বর্তমানে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক) ড. আহমদ কায়কাউস। উপস্থিত রয়েছেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম ইসলাম

৫.     যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মো. নুরুল ইসলামের সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। পাশে রয়েছেন যমুনা গ্রুপের বর্তমান চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি

৬.     যমুনা ফিউচার পার্কে বিদ্যুৎ সরঞ্জাম সরবরাহের জন্য ১৭ ফেব্রুয়ারি ২০০৯ যমুনা গ্রুপ ও সিমেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। স্ব-স্ব পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম ও সিমেন্সের ভারপ্রাপ্ত সিএফও হেনরিক ডোয়েল। এ সময় যমুনা গ্রুপের পক্ষে মনিকা নাজনীন ইসলাম, রোজালিন ইসলাম, এসএম আবদুল ওয়াদুদ ও এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন

৭.     যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসাকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ভারতীয় তৎকালীন হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে যমুনা গ্রুপের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম ইসলাম


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম