বিশ্বজয়ী ক্রিকেট অধিনায়করা সম্মানিত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালে দুই ইনিংসের মাঝে বিশ্বকাপজয়ী সব অধিনায়ককে সম্মান জানাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তাদের প্রত্যেককে একটি বিশেষ ব্লেজার দেওয়া হলো। বিশ্বকাপজয়ী অধিনায়কদের ভিড়ে ছিলেন না শুধু একজন-ইমরান খান। ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান অধিনায়ক। দেশটির সাবেক প্রধানমন্ত্রী দুর্নীতির মামলায় বর্তমানে করাভোগ করছেন।
ওয়ানডে বিশ্বকাপের প্রথম দুই আসরের (১৯৭৫ ও ১৯৭৯) চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েডের সঙ্গে ভারতের কপিল দেব (১৯৮৩), অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার (১৯৮৭), শ্রীলংকার অর্জুনা রানাতুঙ্গা (১৯৯৬), অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ (১৯৯৯) ও রিকি পন্টিং (২০০৩ ও ২০০৭), ভারতের এমএস ধোনি (২০১১), অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক (২০১৫) এবং ইংল্যান্ডের এউইন মরগান (২০১৯) সম্মানিত হন।
রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এক লাখ ৩০ হাজার দর্শকের সামনে অতীতের বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়কদের পুনর্মিলন অন্য মাত্রা যোগ করে এদিন। স্মৃতিমেদুরতায় আক্রান্ত হন প্রৌঢ়ত্ব পেরোনো ক্রিকেটপ্রেমীরা।