Logo
Logo
×

নগর-মহানগর

রমজানের প্রথম দিন

চট্টগ্রামে টিসিবির পণ্য নিয়ে কাড়াকাড়ি

চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় অনেকে ফিরছেন খালি হাতে

Icon

আহমেদ মুসা, চট্টগ্রাম

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রমজান শুরুর দিনে রোববার চট্টগ্রামে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি ট্রাক সেলের পণ্য নিয়ে ক্রেতাদের কাড়াকাড়ি অবস্থা। কোনো কোনো স্থানে ১ ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায় পণ্য বিক্রি। লাইনে দাঁড়ানো শত শত মানুষকে পণ্য না নিয়ে ফিরে যেতে হয়। অন্যান্য সময় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ট্রাকে টিসিবির পণ্য পাওয়া গেলেও রোববার দুপুর ১টার মধ্যেই পণ্য শেষ হয়ে যায়। তবে লোকজনের অভিযোগ সকাল ১০টায় টিসিবির পণ্য বিক্রি শুরু করার কথা থাকলেও অনেক স্থানে বিক্রি শুরু করে ১১টার পর।

নিত্যপণ্যের দাম বেড়ে গেলে গত বছরের ২৪ অক্টোবর থেকে চট্টগ্রাম মহানগীর ২০ পয়েন্টে পণ্য বিক্রি শুরু করেছিল টিসিবি। গত ৩১ ডিসেম্বর বন্ধ করে দেওয়া হয় বিক্রি কার্যক্রম। সেই হিসাবে ১ মাস ৯ দিন পর সোমবার থেকে আবারও পণ্য বিক্রি করছে টিসিবি। কোনো কার্ড ছাড়াই ছোলা, খেজুর, সয়াবিন তেল, চিনি ও মসুর ডালসহ সাড়ে সাত কেজি পণ্য বিক্রি করছে টিসিবি। এ পণ্যগুলোর বিপরীতে ৫৮৮ টাকা নিচ্ছে সংস্থাটির ডিলাররা। ১০ ফেব্রুয়ারি থেকে এসব পণ্য বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনে নগরীর ২০টি ওয়ার্ডে ২০০টি করে চার হাজার প্যাকেট বিক্রি করা হয়েছে। টিসিবির কর্মকর্তারা জানান, নগরীর ৪১টি ওয়ার্ডে টিসিবির পণ্য বিক্রির জন্য ৬০টি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২০টি পয়েন্টে প্রতিদিন ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। প্রতি ট্রাক থেকে ২০০ জন ভোক্তা পণ্য কিনতে পারছেন।

একজন সাধারণ মানুষ টিসিবির লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে যেসব পণ্য কিনতে পারবেন সেগুলো হলো প্রতি কেজি ৬০ টাকা দরে ২ কেজি মসুর ডাল, ৭০ টাকা দরে ১ কেজি চিনি, প্রতি লিটার ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল, ৬০ টাকা কেজি দরে ২ কেজি ছোলা ও ৭৭ টাকা ৫০ পয়সা দিয়ে ৫০০ গ্রাম খেজুর পাওয়া যাবে। মোট ৫৮৭ টাকা ৫০ পয়সায় পাওয়া যাবে সম্পূর্ণ প্যাকেজ।

নগরীর একাধিক স্পট ঘুরে দেখা গেছে, টিসিবির পণ্যবাহী ট্রাকে মানুষের দীর্ঘ সারি। বিশেষ করে নিুবিত্ত ও মধ্যবিত্তরা কম দামে পণ্য কিনতে লাইনে দাঁড়াচ্ছেন। জ্বালানি তেলের দাম বৃদ্ধিসহ নানা কারণে সংকট তৈরি হয়েছে এই সংকটের মধ্যে টিসিবির পণ্য নিু ও মধ্যবিত্তের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে এনেছে বলে সংশ্লিষ্টরা জানান। তারা বলছেন, নিু আয় তথা দিনে এনে দিনে খাওয়া লোকজন এ মুহূর্তে সরকারি-বেসরকারি বিভিন্ন খাদ্য সহায়তা পেলেও মধ্যবিত্ত লোকজন না পারছে এসব সহায়তা নিতে, না পারছে সৃষ্ট সংকট ও অভাবের কথা কাউকে মুখ ফুটে বলতে। তাই এই শ্রেণির লোকজন সস্তায় টিসিবির পণ্য কিনছেন।

মুরগির ফার্ম এলাকায় টিসিবির পণ্য কিনতে আসা লোকমান জানান, টিসিবির পণ্য বাজার থেকে কিছুটা সস্তা। বাজার নিত্যপণ্যের দাম বাড়ার কারণে সবজির দাম বৃদ্ধি পেয়েছে। ফলে বাধ্য হয়ে টিসিবির পণ্য কিনতে এসেছি। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ন্যায্যমূল্যে তেল, ডাল ও চিনি নিয়েছি।

আলমগীর নামে একজন ডিলার জানান, অন্যান্য যেকোনো সময়ের চেয়ে টিসিবির পণ্য নিতে ভিড় বাড়ছে।

চাহিদা অনুযায়ী পণ্য দেওয়া যাচ্ছে না। ফলে অনেককে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। ২০০ জনকে পণ্য দিতে পারলেও লাইনে দাঁড়াচ্ছে ৪০০-৫০০ লোক।

টিসিবির চট্টগ্রাম অফিসপ্রধান (যুগ্ম পরিচালক) মো. শফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, গত মাসের ১০ তারিখ থেকে পণ্য বিক্রি শুরু হয়েছে। প্রতিদিন ২০ স্পটে পণ্য কিনতে পারছেন লোকজন। তবে চাহিদা অনুযায়ী সরবরাহ দেওয়া যাচ্ছে না। আগামী ৫ তারিখ থেকে পণ্যের সরবরাহ বাড়ানো হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম