Logo
Logo
×

নগর-মহানগর

রাজশাহীর বাগমারা

দখলবাজদের বহিষ্কার চায় বিএনপির নেতাকর্মীরা

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজশাহীর বাগমারায় চাঁদাবাজি, জমি-পুকুর দখলে জড়িত বিএনপির নেতাদের বিরুদ্ধে আইনগত ও দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। মঙ্গলবার উপজেলার যাত্রাগাছি বাজারে স্থানীয় বিএনপি ও জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে এ দাবি জানান। ৫ আগস্টের পর থেকে এলাকার কতিপয় বিএনপির নেতাকর্মী এসব অপকর্মে জড়িত বলে অভিযোগ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়েছে, সম্প্রতি দাবি করা ১৫ লাখ টাকা চাঁদা না পেয়ে গোয়ালকান্দি ইউনিয়নের দুলালীপাড়া আন্ধিয়ার বাগানের ব্যক্তি মালিকানাধীন পুকুরসহ ৪৫ বিঘা জমি দখল করে নিয়েছে কতিপয় বিএনপি নেতা। একই সঙ্গে দুই দফায় কয়েক লাখ টাকার মাছ লুটসহ পুকুরে বিষ দিয়ে প্রায় ১০ লাখ টাকার মাছ মেরে ফেলা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন দখল হওয়া জমি ও পুকুরের ইজারাদার ও স্থানীয় জামায়াত নেতা গোলাম মোস্তফা। তিনি বলেন, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুনসুর রহমান চাঁদা দাবি ও দখলে জড়িত। এতে মদদদাতা হিসাবে রয়েছেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব কামাল হোসেন। তিনি বলেন, চাঁদার টাকা না পেয়ে ৪ নভেম্বর আমাদের ওপর হামলা করে পুকুর দখল করে নেয়। আর এ কাজে তারা ব্যবহার করে বিএনপি নেতা মুনসুরের বোনজামাই জালাল উদ্দিনের হেলমেট বাহিনী। আওয়ামী লীগ নেতাদের প্রশ্রয়ে তৈরি হওয়া এই হেলমেট বাহিনী ৫ আগস্ট ছাত্র-জনতার মিছিলে হামলা করেছিল। হেলমেট বাহিনী এখন বিএনপির হয়ে মাঠে কাজ করছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম