Logo
Logo
×

নগর-মহানগর

যুগান্তরে সংবাদ প্রকাশের পর

সাবেক এমপি আফিলের দখলমুক্ত ১২৩ বিঘা জমি

Icon

কামাল হোসেন, বেনাপোল (যশোর)

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দখলবাজ শার্শা উপজেলার সাবেক এমপি শেখ আফিল উদ্দীনের দখল থেকে ৪১ একর (১২৩ বিঘা) সরকারি জমি মুক্ত করা হয়েছে। উপজেলার হরিণাপোতা মৌজার এক খতিয়ানের ৫৩ একর জমির মধ্যে ৪১ একর জমি আফিল উদ্দীন জোর করে ভোগদখল করে আসছিলেন। চলতি বছরের সেপ্টেম্বরে দৈনিক যুগান্তরে আফিল উদ্দীনের দখলসংক্রান্ত তথ্যবহুল অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এছাড়া একই সময় জনপ্রিয় টেলিভিশন চ্যানেল যমুনা টিভি এ সংক্রান্ত খবর সম্প্র্রচার করে। বুধবার শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জমি দখলমুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।

জমি দখলমুক্ত হওয়ায় স্থানীয় লোকজন খুশি হয়েছে। স্বস্তি প্রকাশ করে তারা জানান, দখলদারদের কারণে এলাকায় কৃষি ও মাছ চাষ বাধাগ্রস্ত হচ্ছিল। দখলমুক্ত হওয়ায় গরিব মানুষের রুটি-রুজির ব্যবস্থা হবে বলে তারা আশা প্রকাশ করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম