বাসাইলে বিদ্যালয়ে বন্ধ শিক্ষার্থীদের পাঠদান
আহমেদ রাসেল, বাসাইল (টাঙ্গাইল)
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
টাঙ্গাইলের বাসাইল উপজেলার রাশড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারপাশ ঘিরে রয়েছে কচুরিপানার জঞ্জাল। এ কারণে শিক্ষার্থীরা ক্লাসে যেতে পারছে না। তাদের পাঠদান ব্যাহত হচ্ছে। প্রতি বর্ষায় ওই শিক্ষার্থী-শিক্ষকরা নৌকায় বিদ্যালয়ে আসা-যাওয়া করলেও চারদিকে কচুরিপানার দাপটে তারা এখন আর সেখানে যেতে পারছেন না।
সরেজমিন দেখা যায়, রাশড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারপাশে কচুরিপানায় ভরে গেছে। এবারের বর্ষায় পানি বাড়ায় বিদ্যালয়েও পানি উঠেছিল। পরে মেঝে থেকে পানি নেমে গেলেও বিদ্যালয়ের চারপাশে কচুরিপানা থাকায় শিক্ষার্থীরা এখন সেখানে যেতে পারছে না। শিক্ষকরা বিদ্যালয় খোলা রাখলেও পাঠদান বন্ধ রাখতে বাধ্য হয়েছেন।
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তানজিলা আক্তার তন্নি, প্রসেনজিৎ সরকার, নাজমুল হাসানসহ অনেকেই জানায়, বর্ষা হলে স্কুলের চারপাশে পানি ওঠে। তারা পড়াশোনা করতে পারে না। কয়েকদিন আগেও বিদ্যালয়ে পানি উঠায় পাঠদান বন্ধ ছিল। বিদ্যালয়ের চারপাশ এখন কচুরিপানায় ভরে গেছে। তাই স্কুল খোলা থাকলেও অধিকাংশ শিক্ষার্থী ক্লাসে আসতে পারছে না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা আক্তার পপি জানান, গত বছরও তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। ২০২১ সালে বড় বন্যার সময়ও ছবিসহ আবেদন করেছেন, কর্তৃপক্ষ এখনো কোনো ব্যবস্থা নেয়নি। এ বছরও তিনি বিদ্যালয়ের ছবি তুলে কর্মকর্তাদের মেসেঞ্জারে পাঠিয়েছেন।
তিনি জানান, বিদ্যালয়ের মেঝেতে এক ফুট পানি ছিল। দ্বিতীয় সাময়িক পরীক্ষার তিনটি পরীক্ষা বিদ্যালয়ে নিতে পারলেও বাকি পরীক্ষা অন্যত্র নিতে হয়েছে। পানি মেঝে থেকে নেমে গেলেও বিদ্যালয়ের চারপাশে এখনো কচুরিপানা রয়েছে। উঁচু ভবনের অভাবে এ বিদ্যালয়ে বর্ষায় পাঠদান বন্ধ রাখতে হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা আনজুম আরা বেগম বীথি জানান, তিনি উপজেলায় নতুন যোগদান করেছেন। তিনি ইতোমধ্যে রাশড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। শুধু এ বিদ্যালয় নয়, উপজেলার আরও কিছু প্রাথমিক বিদ্যালয় ভবনে পানি ওঠে। এ বিদ্যালয়গুলোয় বন্যা আশ্রয়কেন্দ্র কাম স্কুল ভবন নির্মাণ করা দরকার ছিল।