হুরাইনের ফেব্রিক্সে মুগ্ধ ক্রেতারা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
যমুনা ফিউচার পার্কে মঙ্গলবার হুরাইন ফেব্রিক সপ্তাহের দ্বিতীয় দিনে ফেব্রিক্স দেখছেন বায়াররা -যুগান্তর
হুরাইন এক্সপোতে প্রদর্শিত ফেব্রিক্সে মুগ্ধ বিদেশি ক্রেতা ও তাদের স্থানীয় প্রতিনিধিরা। মঙ্গলবার সকালে যমুনা ফিউচার পার্কে হুরাইনের প্রধান কার্যালয়ে ক্রেতারা আসতে শুরু করেন। প্রদর্শনী ঘুরে ঘুরে ফেব্রিকের গুণগতমান সম্পর্কে খোঁজ নেন তারা। সরেজমিন ঘুরে এ চিত্র দেখা গেছে।
ফ্রান্সের পোশাক ব্র্যান্ড লুক হেয়ারের কান্ট্রি ম্যানেজার লাবিব বলেন, হুরাইনের সবচেয়ে ভালো দিক হচ্ছে, তারা সব সময় ফেব্রিক্স নিয়ে গবেষণা করে, তাদের উদ্ভাবনগুলো চমৎকার। অন্যবারের মতো এবারও নতুন উদ্ভাবন দেখতে এক্সপোতে আসা। তিনি আরও বলেন, হুরাইনের মতো অন্য ফেব্রিক্স উৎপাদক প্রতিষ্ঠানের উচিত গবেষণার মাধ্যমে নিত্য নতুন ফেব্রিক্স উৎপাদনে মনোযোগী হওয়া।
হুরাইন প্রধান বিপণন কর্মকর্তা আব্দুল হাকিম বলেন, এবারের এক্সপোতে বিদেশি ক্রেতার স্থানীয় প্রতিনিধিদের ভালো সাড়া পেয়েছি। এক কথায় বলতে গেলে, এক্সপো আয়োজনের উদ্দেশ্য সফল হয়েছে। আমরা চেয়েছিলাম, হুরাইন এইচটিএফের আন্তর্জাতিকমানের ফেব্রিক সম্পর্কে মার্চেন্ডাইজারদের জানানো। মেলায় আগত সব মার্চেন্ডাইজার এক বাক্যে স্বীকার করেছেন, হুরাইনের ফেব্রিক দেশের অন্যসব টেক্সটাইল মিলের চাইতে উন্নতমানের। এছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছি। সেগুলোও আগামী দিনে বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, হুরাইন কর্তৃপক্ষ সব সময় ফেব্রিকের নতুনত্ব আনতে চায়। এজন্য গবেষণা টিম নিরলসভাবে কাজ করছে। এবারের এক্সপোতে তুলার সঙ্গে নাইলন এবং তুলার সঙ্গে হ্যাম্পের সংমিশ্রনে একাধিক ফেব্রিক্স উদ্ভাবন করা হয়েছে। যা বাংলাদেশে আমরাই প্রথম করতে সক্ষম হয়েছি। এ দুটো ফেব্রিক্স সম্পর্কে ক্রেতাদের আগ্রহ লক্ষ্য করা গেছে।
প্রসঙ্গত, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে যমুনা গ্রুপের প্রধান কার্যালয়ে হুরাইন এইচটিএফ লিমিটেড ৪র্থ বারের মতো ফেব্রিক এক্সপোর আয়োজন করেছে। স্থানীয় ফেব্রিক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে এ ধরনের এক্সপো এটিই প্রথম।