
প্রিন্ট: ২৯ এপ্রিল ২০২৫, ১২:৩১ পিএম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নতুন নাম রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স। রোববার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। অন্তর্বর্তীকালীন সরকার সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল। সেই আলোকে ক্রীড়াঙ্গনের অনেক স্থাপনার নামও পরিবর্তন হচ্ছে। গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলি লাগে ছয় বছরের শিশু ছোট্ট রিয়ার মাথায়। কয়েকদিন পর চিকিৎসাধীন অবস্থায় রিয়া গোপ মৃত্যুবরণ করে। সেই রিয়ার স্মরণে মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নামকরণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। জাতীয় স্টেডিয়ামের সামনেই থাকা রোলার স্কেটিং কমপ্লেক্সে শেখ রাসেল বাদ দিয়ে ‘জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স’ নামকরণ করা হয়। রমনায় অবস্থিত টেনিস কমপ্লেক্স শেখ জামাল বাদ দিয়ে ‘জাতীয় টেনিস কমপ্লেক্স’ করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের বড় অডিটোরিয়ামের নাম শেখ কামাল বাদ দিয়ে ‘জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন’ রাখা হয়েছে।