Logo
Logo
×

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫

গ্রুপসেরা হয়ে ভারত পেল অস্ট্রেলিয়াকে

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রথম দুই ম্যাচ জিতে দুদলই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের টিকিট কেটে ফেলেছিল আগেই। রোববার দুবাইয়ে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে শেষ চারে প্রতিপক্ষ হিসাবে ‘বি’ গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়াকে পেল ভারত। আগামীকাল দুবাইয়েই প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট। পরদিন লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে ‘বি’ গ্রুপের শীর্ষ দল দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ নিউজিল্যান্ড। টানা তিন জয়ের আত্মবিশ্বাস নিয়ে সেমিতে নামতে যাওয়া ভারত কাল ২৪৯ রানের পুঁজি নিয়েই বাজিমাত করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের প্রথম ম্যাচেই ৪২ রানে পাঁচ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ২০৫ রানে গুটিয়ে দেন ভারতের লেগ-স্পিনার বরুন চক্রবর্তী। দুবাইয়ের মন্থর উইকেটে ভারতের চার স্পিনারকে সামলাতে পারেনি কিউইরা। একপ্রান্ত আগলে রেখে ১২০ বলে সর্বোচ্চ ৮১ রান করেন কেইন উইলিয়ামসন। আর কেউ যেতে পারেননি ত্রিশের ঘরেও। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নয় উইকেটে ২৪৯ রান করে ভারত। গ্রুপপর্বের শেষ ম্যাচে ৪২ রানে পাঁচ উইকেট নিয়ে দারুণ এক কীর্তি গড়েন ম্যাট হেনরি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নেওয়া প্রথম বোলার তিনি। হেনরির তোপের মুখে ৩০ রানে তিন উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় ভারত। ৩০০তম ওয়ানডে রাঙাতে পারেননি বিরাট কোহলি। হেনরির বলে গ্লেন ফিলিপসের অবিশ্বাস্য এক ক্যাচ ১১ রানে থামিয়ে দেয় তাকে। চতুর্থ উইকেটে ৯৮ রানের জুটিতে দলকে কক্ষপথে ফেরান শ্রেয়াস আয়ার (৭৯) ও অক্ষর প্যাটেল (৪২)। এছাড়া হার্দিক পান্ডিয়া করেন ৪৫ রান।

সংক্ষিপ্ত স্কোর

ভারত ২৪৯/৯, ৫০ ওভারে

(রোহিত শর্মা ১৫, বিরাট কোহলি ১১, শ্রেয়াস আয়ার ৭৯, অক্ষর প্যাটেল ৪২, লোকেশ রাহুল ২৩, হার্দিক পান্ডিয়া ৪৫, রবীন্দ্র জাদেজা ১৬। ম্যাট হেনরি ৫/৪২।

নিউজিল্যান্ড ২০৫/১০, ৪৫.৩ ওভারে

(উইল ইয়াং ২২, কেইন উইলিয়াসন ৮১, মিচেল স্যান্টনার ২৮।

বরুন চক্রবর্তী ৫/৪২, কুলদীপ যাদব ২/৫৬)।

ফল : ভারত ৪৪ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : বরুন চক্রবর্তী।

সেমিফাইনালের সূচি

৪ মার্চ ভারত ও অস্ট্রেলিয়া, দুবাই

৫ মার্চ দ. আফ্রিকা ও নিউজিল্যান্ড, লাহোর

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম