Logo
Logo
×

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫

জয়রথ ছুটছেই ঝলমলে মোহামেডানের

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রিমিয়ার ফুটবল লিগের প্রথমপর্বে ফকিরেরপুল ইয়ংমেন্সের কাছে একমাত্র হার বাদ দিলে দুর্দান্ত এক মোহামেডানকে দেখেছেন দর্শকরা। নয় ম্যাচে মাত্র একটিতে হেরে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা সাদা-কালোরা দ্বিতীয় রাউন্ডেও আলোঝলমলে। শুক্রবার কুমিল্লার ভাষাশহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মোহামেডান ৩-০ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে। উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফফরভ, রহিম উদ্দিন ও মালির ফরোয়ার্ড অধিনায়ক সুলেমান দিয়াবাতে একটি করে গোল করেন মোহামেডানের হয়ে। এই জয়ে ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল আলফাজ আহমেদের দল।

এদিকে কিংস অ্যারেনায় দিনের আরেক ম্যাচে রহমতগঞ্জকে ৩-১ গোলে হারিয়েছে ফর্টিস এফসি। জয়ী দলের হয়ে জোড়া গোল করেন গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমর। ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে রহমতগঞ্জ। এক পয়েন্ট কম নিয়ে ষষ্ঠ স্থানে সমান ম্যাচ খেলা ফর্টিস।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে লিগের অপর ম্যাচে ১০ জনের পুলিশ এফসির কাছে ১-০ গোলে হেরেছে ব্রাদার্স ইউনিয়ন। ৮৮ মিনিটে পুলিশের মিডফিল্ডার অনিক হোসেন সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। পুলিশের ব্রাজিলিয়ান ডিফেন্ডার ড্যানিলো অগস্তো একমাত্র জয়সূচক গোলটি করেন। এই জয়ে ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সপ্তমে পুলিশ। ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চমে গোপীবাগের দলটি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম