Logo
Logo
×

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫

বাংলাদেশের হারের কারণ জানালেন সেহওয়াগ

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বিবর্ণ ব্যাটিং ঈষৎ ঢাকা পড়ে তাওহিদ হৃদয়ের সেঞ্চুরিতে। তবে ৩৫ রানে পাঁচ উইকেট হারানোয় দলের ব্যাটিং সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে। দুবাইয়ে গত পরশু বাংলাদেশের হারের কারণ হিসাবে ব্যাটিং ও ফিল্ডিং ইউনিটকে দায়ী করেছেন ভারতের দুই সাবেক ক্রিকেটার বীরেন্দ্রর সেহওয়াগ ও সঞ্চয় মাঞ্জরেকার। দ্রুত পাঁচ উইকেট হারানোটাই বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়ায়, এমনটাই মনে করেন সেহওয়াগ। ভারতের এই সাবেক মারকুটে ব্যাটার বলেছেন, সহজেই উইকেট দিয়ে এসেছেন সৌম্য, শান্ত, মুশফিকরা। তাওহিদের ব্যাটিং হৃদয় ছুঁয়ে গেছে সেহওয়াগের। তবে জাকের আলীর সাথে তার জুটি আরও বড় হতে পারত বলে মনে করেন তিনি। সেহওয়াগ বলেন, ‘উইকেটে আসলে বোলারদের জন্য তেমন কিছু ছিল না। বল বিবেচনা করলে সহজেই রান করা উচিত ছিল। বাংলাদেশি ব্যাটাররা নিজেদের উইকেট সহজেই দিয়ে এসেছে। তবে এটাও বলতে হবে যে, ভাগ্য সহায় ছিল না তাদের। ইনসাইড এজেও আউট হয়েছে তারা।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম